নয়াদিল্লি: এইমস থেকে তিন সদস্যের একটি চক্ষু বিশেষজ্ঞ দলকে জরুরি ভিত্তিতে জম্মু ও কাশ্মীরে পাঠাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বুরহান ওয়ানির মৃত্যুর পর উত্তপ্ত রাজ্যে গত কয়েকদিনের হিংসায় বিক্ষোভকারীদের সামলাতে নিরাপত্তা বাহিনী ব্যাপক পরিমাণে পেলেট গান ব্যবহার করেছে। বন্দুক থেকে ছিটকে আসা বুলেটের টুকরোর ঘায়ে চোখে আঘাত পেয়েছে অসংখ্য বিক্ষোভকারী। প্রায় ১০০ জনকে চোখের অস্ত্রোপচার করতে হয়েছে এরই মধ্যে। তাদের আঘাত সারিয়ে তোলার ব্যাপারে স্থানীয় ডাক্তারদের সাহায্য করবেন এই বিশেষজ্ঞরা।
দলটি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এ ব্যাপারে এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার নির্দেশে দলটিকে পাঠানো হয়েছে। নাড্ডা রাজ্য সরকারকে যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
ঘটনা হল, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাই এদিন প্রথম কেন্দ্রের কাছে হিংসা কবলিত কাশ্মীরে বিশেষজ্ঞ ডাক্তারদের পাঠানোর আবেদন করেন। তিনি সরাসরি আবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কাশ্মীরের এখন প্রয়োজন হিলিং টাচ অর্থাত্ আঘাত, ক্ষত নিরাময়ে মানবিকতা, ভালবাসার ছোঁয়া, এহেন মন্তব্য করে তিনি ট্যুইট করেন, মাননীয় নরেন্দ্র মোদীজি, কেরলে ভয়াবহ আগুন লাগার ঘটনার পর আপনি বিশেষজ্ঞ ডাক্তারদের বিমানে সেখানে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন। দয়া করে এখন কাশ্মীরে চক্ষু ও মানসিক আঘাত (ট্রমা) সারিয়ে তোলার বিশেষজ্ঞ ডাক্তারদের পাঠান। এই যুবকরা বিক্ষোভ দেখিয়ে জখম হয়েছে বলে যেন ওদের সবচেয়ে ভাল পরিচর্যা থেকে বঞ্চিত করা না হয়। ধন্যবাদ জনাব।
কাশ্মীরের সিপিএম নেতা মহম্মদ ইউসুফ তারিগামিও দাবি করেছেন, কেন্দ্র আরও সেনা না পাঠিয়ে বরং কাশ্মীরে ওষুধ, ডাক্তার পাঠাক।
এইমস-এর ৩ চক্ষু বিশেষজ্ঞ-ডাক্তার কেন কাশ্মীরে?
web desk, ABP Ananda
Updated at:
13 Jul 2016 04:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -