নয়াদিল্লি: করোনা পজিটিভ হয়েও সুস্থ শিশুর জন্ম দিলেন মা! দিল্লির এইমস- এর ঘটনায় আশাবাদী চিকিৎসক থেকে সমস্ত স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছেআপাতত সম্পূর্ণ সুস্থ রয়েছে শিশুটি। ড: নিরজা ভাটলার চিকিৎসায় সি- সেকসনের মাধ্যমে সন্তানের জন্ম দেন ওই মহিলা।


'আমরা শিশুটির ওপর সবসময় নজর রেখেছি। করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট আপাতত নেগেটিভ এসেছে', জানান চিকিৎসকরা। এই প্রথম করোনাভাইরাস পজিটিভ মহিলা সুস্থ সন্তানের জন্ম দিলেন।

৯ মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন টেস্টে করোনা পজিটিভ রিপোর্ট আসে ওই মহিলার। তাঁর স্বামী এইমস হাসপাতালেই মনস্তত্ত্ব বিভাগে কর্মরত। তার শরীরেও মারণ ভাইরাসের সংক্রমণ দেখা যায়। সংক্রমণ ধরা পড়ে তাঁর ভাইয়ের শরীরেরও।

আপাতত সদ্যোজাতের স্তন্যপানের প্রয়োজন রয়েছে বলে মায়ের সঙ্গেই রয়েছে শিশু। স্তন্যপানের ফলে কোভিড করোনা সংক্রমণের সম্ভাবনা রয়েছে, এমন প্রমাণ এখনও পাওয়া যায়নি। করোনা পজিটিভ হলেও আপাতত স্থিতিশীল রয়েছে শিশুর মা। তবে সবরকম সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।