কটক: রোজভ্যালিকাণ্ডে চার্জশিট গঠনের পর আজ ওড়িশা হাইকোর্টে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি। সূত্রের খবর, প্রভাবশালী তত্ত্বেই জোরাল বিরোধিতায় সিবিআই। সুদীপের জামিনের বিরোধিতা করে আজ আদালতে নথি পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সওয়াল করার জন্য আজ দিল্লি থেকে আসছেন সিবিআই-এর বিশেষ আইনজীবী কে রাঘবচারুলু।

ওড়িশা হাইকোর্ট সূত্রে খবর, তালিকার ৭ নম্বরে রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন-মামলা। কিন্তু দিল্লি থেকে সিবিআইয়ের আইনজীবীর আসতে দেরি হতে পারে এমন সম্ভাবনা থাকায় দুপুর দুটোয় শুনানি শুরু করার আবেদন জানাবে সিবিআই। প্রসঙ্গত উল্লেখ্য, সারদাকাণ্ডে মদন মিত্রর জামিন-মামলাতেও সিবিআইয়ের হয়ে সওয়াল করেছিলেন কে রাঘবচারুলু।