জানা গিয়েছে, ২৫ বছরের এক হস্তিনী তার ২ বছরের শাবককে নিয়ে পল্লামের কবাডিয়াম্মাল মন্দিরের কাছে ঘুরে বেড়াচ্ছিল। আচমকা, পড়ে গিয়ে মারা যায় মা হস্তিটি। চোখের সামনে মাকে পড়ে যেতে দেখে কিছুটা হতচকিত হয়ে যায় ছানাটি। কিন্তু, মা কোনও সাড়া দিচ্ছে না দেখে, ক্রমাগত তোলার চেষ্টা করে সে। শুধু তাই নয়, তার মায়ের কাছে আসার কেউ আসার চেষ্টা করলে, সে তাড়িয়ে দিচ্ছিল।
বন দফতরের আধিকারিকরা বহুক্ষণ ধরে মায়ের থেকে শাবককে আলাদা করার চেষ্টা করেন। কিন্তু, মাকে ছেড়ে যায়নি শাবকটি। এই ঘটনাটি চাক্ষুষ দেখে ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) জানান, হাতিদের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। তবে, বহুক্ষণ পর বন দফতরের আধিকারিকরা, শাবকটিকে মৃত হস্তিনীর থেকে আলাদা করতে সমর্থ হয়।
পশু চিকিৎকরা জানান, অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে ওই হস্তিনীর মৃত্যু হয়েছে।
[embed]
ভিডিও সৌজন্য: এএনআই/ইউটিউব