বারাণসী: নোট বাতিলের ধাক্কায় দাম বাড়ছে সবজি, ফল, চাল, ডাল, আটার, এবং এর সবচেয়ে খারাপ প্রভাব পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে।
গত ৮ নভেম্বর রাতে মোদীর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পরই বারাণসীর সবচেয়ে বড় সবজির বাজার চেতনগঞ্জের বেচাকেনা একেবারে থমকে যায়। বাজারে সবজি-আনাজ মজুত থাকলেও, লোকের হাতে নগদ না থাকার জেরে মারাত্মক ধাক্কা খায় সেখানকার ব্যবসা। শুধু কাঁচা আনাজ নয়, নোট বাতিলের জেরে দাম বেড়েছে ডাল, আটা, চিনি, ময়দারও। বিশেষজ্ঞদের ধারণা, আগামী দিনে নোট সমস্যার সমাধান না হলে, এই সমস্ত পণ্য সাধারণের নাগালের বাইরে চলে যাবে।
৮ নভেম্বরের আগে খোলা বাজারে প্রতি কুইন্টাল চিনির দাম ছিল ৩,৮০০ টাকা। বর্তমানে প্রতি কুইন্টালের দাম চলছে ৪,১০০ টাকা। পাইকারি বাজারে সাধারণ চালের দাম প্রতি প্রতি কুইন্টাল ছিল ২,২০০ টাকা। সেখানে এখন চালের দাম উঠেছে প্রতি কুইন্টাল আড়াই হাজার টাকা।
নোট বাতিলের আগে বাসমতী চালের দাম প্রতি কুইন্টাল ছিল ৬,২০০ টাকা, সেখানে অর্থনৈতিক অচলাবস্থার জেরে, সেই বাসমতী চালের দাম ছুঁয়েছে ৭, ৫০০ টাকা প্রতি কুইন্টালে।
অহরহ ডালের দাম আগে ছিল ১১০ টাকা কিলো, এখন সেটা বেড়ে হয়েছে ১২০ টাকা কিলো। আটার দাম এখন ২,২০০ টাকা প্রতি কুইন্টাল থেকে বেড়ে হয়েছে ২,৬০০ টাকা কুইন্টাল।
নোট বাতিলের জের, মোদীর কেন্দ্র বারাণসীতে শাক-সবজি, ডালের দাম আকাশছোঁয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Dec 2016 03:27 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -