যোধপুর: সম্প্রতি ভারত সফরে এসে পড়ে গিয়ে ডানহাতে কব্জিতে সামান্য চিড় ধরেছে প্রাক্তন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনের। একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সা চলছে তাঁর। এই হাসপাতালের ডিরেক্টর ড. আনন্দ গোয়েল এ কথা জানিয়েছেন।
ড. গোয়েল জানিয়েছেন, গত ১৪ মার্চ বিকেল পাঁচটার সময় ৭০ বছরের আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডিকে নিয়ে আসা হয়। তাঁর সিটি স্ক্যান করা হয়। সেই সঙ্গে ডান হাতের এক্স-রে-ও করা হয়। তাঁর কব্জিতে হেয়ারলাইন চিড় দেখতে পাওয়া যায়। এরপর তাঁর আঘাতের জায়গায় সাময়িক ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়।
যোধপুরের উমেইদ ভবন প্যালেস হোটেলে উঠেছেন প্রাক্তন মার্কিন বিদেশ সচিব। গত ১২ মার্চ মধ্যপ্রদেশের মান্ডুতে এলাকা সফরের সময় পড়ে গিয়েছিলেন তিনি। হোটেল সূত্রে এ কথা জানানো হয়েছে। মান্ডুর জাহাজ মহলের একটি সিঁড়ি দিয়ে নামার সময় হিলারি পড়ে গিয়ে হাতে আঘাত পান। চিকিত্সকদের পরামর্শে পরের দিন তাঁর মেহরানগড় দূর্গে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন তিনি।
কিন্তু রাতে যন্ত্রনা বাড়ায় পরের দিন সকালে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।