নয়াদিল্লি: ভারতীয় হিসেবে হিমা দাস হলেন প্রথম ক্রীড়াবিদ যিনি আন্তর্জাতিক মঞ্চে ৪০০ মিটার দৌড়ের ময়দানে ভারতকে সোনা এনে দিয়েছেন। কিন্তু এই সোনাজয়ী মেয়ের জীবন, তাঁর লড়াই সম্পর্কে যত না জানতে আগ্রহী নেটিজেনরা, তার চেয়ে বেশি আগ্রহ হিমার ‘জাত’ কী সেটা জানতে। অন্তত গুগল সার্চে হিমার কী জাত, সেটাই সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। সেটা নিঃসন্দেহে অত্যন্ত দুর্ভাগ্যজনক।



ফিনল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড আন্ডার ২০ চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারের দৌড়ে প্রথম হয়েছেন হিমা। এই জয়ের পর অনেকেই অসমের এই লড়াকু মেয়ের জয়ের মুহূর্ত, সেইসময় তাঁর তেরঙ্গা নিয়ে দৌড়, ভারতের জাতীয় সঙ্গীত চলার সময় আবেগপ্রবণ হিমার ছবি ও ভিডিও শেয়ার করেছেন। হিমাকে ওই মঞ্চে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি, ক্রীড়ামন্ত্রী, ক্রীড়াবিদ থেকে শুরু করে রুপোলি পর্দার বহু মানুষ। আমজনতারও গর্ব হিমা। কিন্তু দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার একটি অংশ হিমার এই জয়ের থেকে বেশি আগ্রহ দেখিয়েছেন তাঁর জাত কী সেটা জানতে। এমনকি তাঁর সোনা জয়ের পর এই সংক্রান্ত সার্চ আরও বেড়ে গিয়েছে।



তবে হিমাই এধরনের মনোভাবের প্রথম শিকার নন।রিও অলিম্পিকে পিভি সিন্ধুর রুপো জয়ের পরও তাঁর জাত কী জানতে আগ্রহ দেখা গিয়েছিল গুগল সার্চে। হিমার ক্ষেত্রে তাঁর জাত জানতে চেয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে অসম এবং তারপর অরুণাচল প্রদেশ থেকে।