সিমলা: বৃহস্পতিবার হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর সেদিনই এই রাজ্যের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের আত্মীয়রা বিজেপি-তে যোগ দিলেন। হিমাচল প্রদেশে বিজেপি-র দায়িত্বপ্রাপ্ত নেতা মঙ্গল পাণ্ডের উপস্থিতিতে যোগদান করলেন বীরভদ্রর আত্মীয়া জ্যোতি সেন ও তাঁর স্বামী বীরবিক্রম সেন। তাঁদের সঙ্গে বেশ কয়েকজন সমর্থকও বিজেপি-তে যোগ দিয়েছেন।

২০১২ সালের বিধানসভা নির্বাচনে কাসুম্পতি কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন জ্যোতি। সেবার অবশ্য তিনি হেরে গিয়েছিলেন। তবে এবার যদি বিজেপি তাঁকে প্রার্থী করে, তাহলে জয় পাবেন বলে আশা করছেন জ্যোতি।

বীরভদ্রর আত্মীয়রা দলে যোগ দেওয়ায় স্বভাবতই খুশি বিজেপি নেতারা। মঙ্গল বলেছেন, ‘সমাজের বিভিন্ন অংশের মানুষ বিজেপি-তে যোগ দিচ্ছেন। তাঁরা দলের প্রগতিশীল ও উন্নয়নমূলক নীতিতে প্রভাবিত হচ্ছেন। বিধানসভা নির্বাচনে ৬৮টি আসনের মধ্যে ৫০টিরও বেশি আসনে জয় পাবে বিজেপি।’