নয়াদিল্লি: রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যদি সংসদের তরফে পাঠানো একটি প্রস্তাবে সম্মতি দেন, তাহলে শীঘ্রই সিবিএসই বোর্ডের অধীনে থাকা দেশের সমস্ত স্কুল ও কেন্দ্রীয় বিদ্যালয়ে দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক হতে পারে হিন্দি।
তবে রাষ্ট্রপতির নির্দেশে একথাও বলা হয়েছে কেন্দ্রের উচিত্ সমস্ত রাজ্যের সঙ্গে আলোচনা করে তবেই স্কুলগুলিতে হিন্দি বাধ্যতামূলক করা। এই নির্দেশিকার একটি কপিও পাওয়া যাচ্ছে ভাষা সংক্রান্ত ওয়েবসাইটে।
প্রসঙ্গত, ভারতবর্ষ যেহেতু বহু ভাষার দেশ তাই এক একটি রাজ্যে এক একটি ভাষা প্রাধান্য পায়। সেখানে কোথাও হিন্দি জোর করে বাধ্যতামূলক করা হলে প্রবল প্রতিরোধের মুখেও পড়তে হতে পারে কেন্দ্রকে, মত বিশেষজ্ঞদের। যেমন তামিলনাড়ুতে হিন্দিকে ভারতের সরকারি ভাষা করার জন্যে বিশাল প্রতিবাদ আন্দোলন হয়েছিল সেখানে।
এতদিন অবধি উত্তর ভারতে সিবিএসই বোর্ডের অধীনে থাকা সমস্ত স্কুলে হিন্দি ছিল অফিসিয়াল ল্যাঙ্গোয়েজ। দেশের অন্যান্য রাজ্যে সংবিধান অনুমোদিত ভারতের ২২টি ভাষা থেকে স্কুলগুলোতে ভাষা নির্বাচনের স্বাধীনতা রয়েছে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক সিবিএসই-র এই প্রস্তাব বিবেচনা করে দেখে তাদের প্রতিক্রিয়া জানাবে।
তবে রাষ্ট্রপতি একটি প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন, যেখানে বলা হয়েছিল প্রাথমিক স্তরে হিন্দি না জানলে সরকারি চাকরি পাওয়া যাবে না।
সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয় ও সিবিএসই বোর্ডের স্কুলে ক্লাস টেন পর্যন্ত বাধ্যতামূলক হতে পারে হিন্দি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Apr 2017 04:26 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -