নয়াদিল্লি: প্রথমে জয়ের প্রার্থনায় যজ্ঞ। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন ধুমধাম করে পালন করল হিন্দুসেনা। এই ঘটনার সাক্ষী থাকল রাজধানী।


মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ট্রাম্পের জন্মদিন পালন করা হয়। সেখানে ট্রাম্পের মুখের কাটআউট রেখে তা রং-বেরংয়ের বেলুনে মুড়ে দেওয়া হয়। পাশে রাখা প্ল্যাকার্ডে ট্রাম্পকে ‘মানব-সভ্যতার রক্ষাকর্তা’ হিসেবে উল্লেখ করা হয়।

এই উপলক্ষ্যে হিন্দুসেনার সর্বভারতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা জানান, জন্মদিন পালনের জন্য বিশেষ অর্ডার দিয়ে একটি সাত কিলোগ্রামের কেক আনানো হয়েছে। একইসঙ্গে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, অরল্যান্ডোয় ঘটে যাওয়া সাম্প্রতিক গণহত্যা সত্ত্বেও এই জন্মদিন পালন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এর কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, ট্রাম্প ইসলামিক সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, যা ভারতের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ।

বিষ্ণু যোগ করেন, ভারতও একইভাবে এই সন্ত্রাসবাদের শিকার। একজনই এই আমাদের এই সন্ত্রাসের কবল থেকে মুক্ত করতে পারেন – তিনি আর কেউ নন ডোনাল্ড ট্রাম্প। তাঁর আশা,  বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামী নির্বাচন জিতে ইসলামিক সন্ত্রাসকে বিশ্ব থেকে মুছে ফেলে ট্রাম্প নিজের প্রতিশ্রুতি রক্ষা করবেন।

গতমাসে, ট্রাম্পের জয়ের শুভেচ্ছা জানিয়ে একটি যজ্ঞের আয়োজন করেছিল হিন্দুসেনা। ‘উই লাভ ট্রাম্প’ লেখা সহ রিপাবলিকান পদপ্রার্থীর একটি পোস্টারকে রেখে সেখানে মন্ত্রোচ্চারণের মধ্যে ট্রাম্পের জয়ের প্রার্থনা করা হয়।