নয়াদিল্লি: ‘বাবা-মায়ের প্রতি দুর্ব্যবহার করবেন না। কারণ, ইতিহাস তো ফিরে ফিরে আসে। আজ যে ব্যবহার নিজের বাবা-মায়ের সঙ্গে করছেন, সেই ব্যবহারই নিজের সন্তানের কাছ থেকে ফেরত পাবেন’। এই ভাষাতেই বাবা-মার প্রতি দুর্ব্যবহারকারীদের সতর্ক করে দিলে দিল্লি হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি গীতা মিত্তাল ও বিচারপতি অনু মালহোত্রকে নিয়ে গঠিত বেঞ্চ।

বাবা-মার প্রতি দুর্ব্যবহার ও গালিগালাজে অভিযুক্ত দুই ভাইকে বাড়ি থেকে উত্খাতের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের এক বিচারপতির বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের রায়ে উত্পীড়িত পিতামাতা তাঁদের দুই সন্তানকে বাড়ি থেকে উত্খাত করতে পারেন বলে জানানো হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করা দায়ের করা মামলার শুনানিতে নিজেদের পর্যবেক্ষণে ওই মন্তব্য করেন বিচারপতিরা। আদালত পিটিশনকারীর কাছে জানতে চান, কেন তাঁরা এমন একটা পরিবেশ গড়ে তোলেননি যাতে বৃদ্ধ বয়সে তাঁদের বাবা-মা শান্তিতে থাকতে পারেন।

ওই দুই ভাইয়ের আর্জির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৯ সেপ্টেম্বর।

২০১৫-র অক্টোবরে মেনটেন্যান্স ট্রাইব্যুনালের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের কাছে আর্জি জানিয়েছিলেন দুই ভাই। তাঁদের মধ্যেই একজন মদ্যপ পুলিশ কর্মী, যাঁকে দিল্লি পুলিশ চাকরি থেকে বরখাস্ত করেছে।

গত ১৫ মার্চ মেনটেন্যান্স ট্রাইব্যুলানের নির্দেশ বহাল রেখে সিঙ্গল বেঞ্চ জানিয়েছিল, যতদিন ওই বাবা-মায়ের তাঁদের বাড়ির আইনি মালিকানা থাকবে ততদিন তাঁরা তাঁদের ওই দুই অভব্য সন্তানকে বাড়ি থেকে উত্খাত করতে পারেন।

সিঙ্গল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে পিটিশন দায়ের করেছেন দুই ভাই। সরকার এর আগে হাইকোর্টকে জানিয়েছিল, এক বিচারপতির বেঞ্চের নির্দেশ মেনে দুই ভাইকে তাঁদের বাবা-মার বাড়ি থেকে উত্খাত করা হয়েছে।