নয়াদিল্লি: এইচআইভি-তে আক্রান্ত হওয়ার জন্য অন্তঃসত্ত্বা মহিলার চিকিৎসা করতে অস্বীকার করল সরকারি হাসপাতাল। অন্য হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু গর্ভস্থ শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।
ঘটনায় প্রকাশ, প্রসব যন্ত্রণা ওঠায় গত রবিবার দুপুরে মহিলাকে বদাঁয়ুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জানা যায়, যে তিনি এইচআইভি-তে আক্রান্ত। জানাজানি হতে, মহিলার চিকিৎসা করতে অস্বীকার করেন হাসপাতালের কর্মীরা।
বাধ্য হয়ে মহিলাকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অন্য হাসপাতালে যেতে হয়। কিন্তু, ততক্ষণে সব শেষ। পথেই মৃত্যু হয় গর্ভস্থ শিশুর। হাসপাতালে গেলে সেখানে মৃত সন্তান প্রসব করেন মহিলা। চিকিৎসকরা জানান, সময় এলে হয়ত শিশুটিকে বাঁচানো যেত।
জানা গিয়েছে, মহিলা ও স্বামী দুজনেরই শারীরিক প্রতিবন্ধকতা ছিল। দেড় বছর আগে তাঁদের বিয়ে হয়। কর্মসংস্থানের জন্য প্রথমদিকে দিল্লিতে থাকতে শুরু করেছিলেন তারা। কিন্তু, মহিলা প্রায়ই অসুস্থ হয়ে পড়ায় তাঁরা বদাঁয়ুতে ফিরে আসেন।
মহিলার স্বামী জানান, দিল্লিতেই তাঁর স্ত্রীর এইচআইভি ধরা পড়েছিল। তিনি বলেন, আমাদের পক্ষে চিকিৎসার খরচ বহন করার ক্ষমতা ছিল না। তাই ফিরে আসি।
এইচআইভি আক্রান্ত অন্তঃসত্ত্বাকে চিকিৎসা অস্বীকার হাসপাতালের, মৃত্যু গর্ভস্থ শিশুর
Web Desk, ABP Ananda
Updated at:
02 Sep 2016 11:16 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -