শ্রীনগর: কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসের মুখ হিজবুল মুজাহিদিনের কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর, এবার প্রতিবাদীদের সমর্থনে রাস্তায় নামলেন তারই বাবা মুজফ্ফর আহমেদ ওয়ানি। সূত্রের খবর, মুজফ্ফর আহমেদের জনপ্রিয়তা সেখানকার প্রতিষ্ঠিত বিচ্ছিন্নতাবাদী নেতা সঈদ আলি শাহ গিলানি এবং মিরওয়াইজকেও ছাপিয়ে গিয়েছে।
শুক্রবার পাম্পোরে এক প্রতিবাদ মিছিলের ডাক দেন বুরহানের বাবা। সেদিনই উপত্যকা দেখেছে প্রায় হাজারখানেক লোক মুজফ্ফর আহমেদের ডাকে সারা দিয়ে সেই মিছিলে অংশ নিয়েছে। অথচ একইসময় হুরিয়ত নেতারাও শ্রীনগরের হজরতবল অবধি হেঁটে যাওয়ার ডাক দিয়েছিলেন। সেই মিছিলে যোগ দেওয়ার তেমন কোনও আগ্রহ দেখা যায়নি সেখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
অথচ দক্ষিণ কাশ্মীর থেকে কার্ফু উপেক্ষা করে বুরহানের বাবার ডাকা সভায় যোগ দিতে হাজার হাজার লোক পাম্পোরের খ্রিউতে পৌঁছে গিয়েছিলেন। সেখানে আসা প্রতিবাদীদের উদ্দেশ্যে বুরহানের বাবা জানান, কাশ্মীরের যে অংশ ভারত দখল করে রেখেছে সেখান থেকে ভারতীয় সেনাবাহিনীদের হঠাতে তিনি তাঁর দুজন ছেলেকে উৎসর্গ করেছেন। এবার প্রয়োজন হলে, তিনি তাঁর একমাত্র মেয়েকেও উৎসর্গ করতে প্রস্তুত। সেদিনের সভায় মুজফ্ফর ওয়ানিকে নিরাপত্তা দিয়ে এনেছিল অন্য জঙ্গিরা।
এবার কাশ্মীরের রাস্তায় বুরহানের বাবা, নিজের একমাত্র মেয়েকেও জিহাদে নামাতে প্রস্তুত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Aug 2016 06:13 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -