রোজ জাতীয় পতাকা তুলতে হবে, জাতীয় সঙ্গীতও গাইবে পড়ুয়ারা, মধ্যপ্রদেশে মাদ্রাসাগুলিকে নির্দেশ
Web Desk, ABP Ananda
Updated at:
23 Sep 2017 01:58 PM (IST)
নয়াদিল্লি: মধ্যপ্রদেশেও মাদ্রাসাগুলিকে প্রতিদিন জাতীয় পতাকা তুলতে হবে, সেখানকার পড়ুয়াদেরও জাতীয় সঙ্গীত গাইতে হবে বলে জানিয়ে দিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী বিজয় শাহ। পড়ুয়াদের মধ্যে দেশভক্তি জাগ্রত করতেই মাদ্রাসাগুলিকে এমন আবেদন করেছেন তিনি। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ইতিমধ্যেই গাইডলাইন বেঁধে দিয়েছে মাদ্রাসাগুলিকে। এবার মধ্যপ্রদেশেও একই উদ্যোগ।
মধ্যপ্রদেশে মাদ্রাসা বোর্ডের ২০-তম প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে শিবরাজ সিংহ চৌহানের রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন, নিয়মিত মাদ্রাসাগুলিতে তেরঙ্গা পতাকা তোলার পাশাপাশি জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আবেদন করছি। মনে হয় না, এতে কারও সমস্যা হবে, হওয়ার কথাও নয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী চৌহান ধর্মীয় শিক্ষার পাশাপাশি মাদ্রাসাগুলিতে আধুনিক শিক্ষাদানেরও প্রয়োজন বলে অভিমত জানান। এখন স্কুলের বাচ্চাদের দক্ষতা বাড়াতে হবে, বলেন তিনি।
গত ১ সেপ্টেম্বর রাজ্যের সব মাদ্রাসাকে নকল পড়ুয়ারা আসছে কিনা, দেখতে নির্দেশ দেয় উত্তরপ্রদেশ সরকার, মাদ্রাসাগুলিতে দুর্নীতি বন্ধ করতেও বলে। তবে তার আগে প্রবল বিতর্ক হয় যখন যোগী সরকার সব মাদ্রাসাকে স্বাধীনতা দিবস পালন করতে হবে বলে সিদ্ধান্ত ঘোষণা করে এবং নির্দেশ মানা হয়েছে কিনা, তার প্রমাণ রাখতে সেই অনুষ্ঠানের ভিডিও রেকর্ডিংও করতে বলে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -