নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য অনুযায়ী, লকডাউন শুরুর পর এখনও পর্যন্ত ৭৫ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক ফিরে গিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব পূণ্য সলিলা শ্রীবাস্তব শনিবার এক সাংবাদিক বৈঠকে বলেছেন, এরমধ্যে ৩৫ লক্ষে মানুষ শ্রমিক স্পেশ্যাল ট্রেনগুলিতে ও ৩৫ লক্ষের বেশি বাসে করে নিজেদের রাজ্যে পৌঁছেছেন। শ্রীবাস্তব আরও জানিয়েছেন, ১ মে থেকে এখনও পর্যন্ত রেলওয়ে ২৬০০ শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালিয়েছে, যেগুলিতে করে প্রায় ৩৫ লক্ষ শ্রমিক তাঁদের বাড়িতে ফিরে গিয়েছেন। স্পেশ্যাল ট্রেন ও বাসে ছাড়াও পায়ে হেঁটে কত পরিযায়ী শ্রমিক ফিরে গিয়েছেন, তার কোনও পরিসংখ্যান জানানো হয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে।
স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক ২০১১-র জনগণনার তথ্য উল্লেখ করে জানিয়েছে যে, দেশে চার কোটি এমন মানুষ রয়েছেন, যাঁরা কাজের খোঁজে বাড়ি ছেড়ে দেশের অন্যত্র পরিযায়ী হিসেবে রয়েছেন।
শ্রীবাস্তব বলেছেন যে, পরিযায়ী শ্রমিকদের সুরক্ষিতভাবে বাড়ি ফিরে যাওয়ার বন্দোবস্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেছেন, ২৫ মার্চ লকডাউন শুরুর পরই পরিযায়ী শ্রমিকদের সমস্যা সামনে আসে। যা দেখে ২৭ মার্চ অ্যাডভাইসরি জারি করে মন্ত্রক ঘর ফেরত পরিযায়ী শ্রমিদের দেখভাল ও সুরক্ষা সুনিশ্চিত করার নির্দেশ জারি করেছিল। এরপর থেকেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরে যাওয়া সংক্রান্ত সমস্যা দুর করার চেষ্টা করেছে।