আম্বালা: পঞ্চকুলায় হিংসার ঘটনায় আম্বালা জেলে বন্দী রয়েছেন ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিমের তথাকথিত দত্তক কন্যা হানিপ্রীত। গতকাল হানিপ্রীতের সঙ্গে দেখা করতে তাঁর পরিবারের লোকজন আসেন জেলে। নিয়ম ভেঙে তাঁদের গাড়ি ঢুকে যায় জেল চত্বরেই। ওই গাড়ি থামানোর চেষ্টাও করা হয়নি বা গাড়ির নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষাও করা হয়নি।
গাড়িতে ছিলেন হানিপ্রীতের ভাই সাহিল তনেজা, বৌদি সোনালি, বোন নীশু ও জামাইবাবু সচিন বাজাজ। হানিপ্রীতের বাড়ির লোকজন প্রায় দু ঘন্টা জেলে ছিলেন। এই কারণে গতকাল যাঁদের জেল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল তাঁদের বেশ কিছুক্ষণ আটকে থাকতে হয়। তাঁদের পরিবারের লোকজন সমস্যায় পড়েন।
এই ঘটনার স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে, জেলে হানিপ্রীত ভিআইপি ট্রিটমেন্টই পাচ্ছেন।
উল্লেখ্য, দুই শিষ্যাকে ধর্ষণের মামলায় রাম রহিমের ২০ বছরের কারাদণ্ড হয়েছে। রাম রহিমকে দোষী ঘোষণার দিন পঞ্চকুলায় ব্যাপক হিংসার ঘটনা ঘটে। পঞ্চকুলায় ৩২ এবং সিরসায় ৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর ফেরার হয়ে যান হানিপ্রীত। একমাস বাদে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
হানিপ্রীতের সঙ্গে দেখা করতে এল পরিবার, নিয়ম ভেঙে জেল চত্বরেই ঢুকল গাড়ি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Oct 2017 10:24 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -