লখনউ: মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তিন তালাক অসাংবিধানিক, তাই নিষিদ্ধ। ওদিনই সন্ধেয় উত্তরপ্রদেশের মীরাটে এক স্বামী তার স্ত্রীকে সেই তিন তালাক দিল। সম্ভবত এটাই গোটা দেশে তালাক এ বিদ্দত নিষিদ্ধ হওয়ার পরেও সেই একই প্রথা অনুসরণ করে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছেদের ঘটনা।
অভিযুক্তর নাম সিরাজ খান। মীরাটের সারধানার বাসিন্দা সিরাজ তার ৬ বছরের পুরনো স্ত্রী আর্সি নিদাকে তিন তালাক দিয়েছে। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে, এখনও আর্সি সন্তানসম্ভবা।
আর্সির বাবার অভিযোগ, বিয়ের পর থেকেই সিরাজ ও তার পরিবারের লোকেরা তাঁর মেয়েকে মারধর করত। পণ হিসেবে একটা গাড়ি চেয়েছিল তারা। না পেলে অন্য মহিলার সঙ্গে সিরাজের বিয়ে দেওয়ার হুমকি দিত।
এরপর আর্সির তৃতীয় সন্তান মেয়ে হলে সিরাজ ও তার পরিজনরা তাঁকে মারধর করে বাড়ি থেকে বার করে দেয়। বলে স্যান্ট্রো গাড়ি ও ১ লাখ টাকা সঙ্গে আনলে তবেই যেন ফেরত আসে।
মঙ্গলবার আর্সির বাবা ও পাড়ার লোকেরা সিরাজের বাড়িতে তাদের বোঝাতে গেলে তুমুল হইচই হয়। তখনই সকলের সামনে স্ত্রীকে তালাক দেয় সে। সুপ্রিম কোর্টে তিন তালাক নিষিদ্ধ হয়েছে বলে তাকে মনে করিয়ে দেওয়া হলে সে বলে, তার জন্য এই বিয়ে শেষ। কাজির কাছ থেকে এ নিয়ে সার্টিফিকেট আনবে সে।
আর্সি সিরাজ, তার বাবা, মা ও অন্যদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছে। তবে তারপর থেকেই সিরাজ ও তার পরিবারের লোকজন বেপাত্তা।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
শীর্ষ আদালতের রায়ের ঘণ্টাকয়েকের মধ্যে উত্তরপ্রদেশে স্ত্রীকে তালাক দিল স্বামী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Aug 2017 08:16 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -