লখনউ:  উত্তরপ্রদেশের ২১-তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। মাত্র ৪৪ বছর বয়সেই গোরক্ষপুর কেন্দ্র থেকে পাঁচবার সাংসদ নির্বাচিত হওয়া এই নেতা সম্পর্কে কিছু তথ্য জেনে নিন-

  • ১৯৭২ সালের ৫ জুন উত্তরাখণ্ডে রাজপুত পরিবারে জন্ম হয় আদিত্যনাথের

  • অঙ্কে সাম্মানিক স্নাতক আদিত্যনাথ

  • ১৯৯৮ সালে মাত্র ২৬ বছর বয়সে দ্বাদশ লোকসভা নির্বাচনে সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হন আদিত্যনাথ

  • বেশ কয়েকটি স্কুল, কলেজ চালান আদিত্যনাথ। এছাড়া একটি হাসপাতালও পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি

  • মাত্র ২১ বছর বয়সে মহন্ত অবৈদ্যনাথের শিষ্য হন আদিত্যনাথ। পরবর্তীকালে তিনি গোরক্ষপুর মঠের প্রধান পুরোহিত নির্বাচিত হন

  • সন্ন্যাসী হিসেবে প্রশিক্ষণ নেওয়া আদিত্যনাথ হিন্দুধর্ম সম্পর্কে শিক্ষালাভ করেন। গোরক্ষার কাজও করেন তিনি

  • ১৯৯৬ সালে রাজনীতিতে যোগ দেন আদিত্যনাথ। অবৈদ্যনাথের নির্বাচনী প্রচারের প্রধান ব্যবস্থাপক হিসেবে রাজনীতিতে হাতেখড়ি হয় আদিত্যনাথের

  • ১৯৯৮ সালে রাজনীতি থেকে অবসর নেওয়ার সময় আদিত্যনাথকে উত্তরসূরী ঘোষণা করেন অবৈদ্যনাথ। তাঁর সিদ্ধান্ত অনুযায়ীই লোকসভা নির্বাচনে প্রার্থী হন আদিত্যনাথ। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি