নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গত ৫ আগস্টের হিংসার ঘটনায় কড়া মনোভাব গ্রহণ করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক। উপাচার্য এম জগদেশ কুমারকে মন্ত্রক বলেছে, জেএনইউ প্রথমসারির বিশ্ববিদ্যালয় এবং সেই মর্যাদাই বহাল রাখতে হবে।


গত রবিবার সন্ধেয় ক্যাম্পাসে ঢুকে হামলা চালায় সশস্ত্র মুখোশপরা একদল দুষ্কৃতী।  বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ সহ ৩৫ জন পড়ুয়া ও শিক্ষক জখম হন।

ক্যাম্পাসে স্বাভাবিক অবস্থা ফেরাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ধরনের প্রচেষ্টা নিয়েছে তা জানতে মন্ত্রকের আধিকারিকরা উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রকের আধিকারিকরা কুমারকে পড়ুয়াদের সঙ্গে আরও বেশি যোগাযোগ রাখা এবং শিক্ষকদের আস্থা অর্জন করতে বলেছেন।

মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের এক আধিকারিক সংবাদসংস্থাকে বলেছেন, ক্যাম্পাসে স্বাভাবিক অবস্থা ফেরানোর প্রচেষ্টা নিয়চে উচ্চশিক্ষা সচিব অমিত খারে ও জিসি হোসুর জেএনইউ-র উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। শিক্ষার অনুকূল পরিবেশ ও ইচ্ছুক পড়ুয়াদের সেমিস্টার রেজিস্ট্রেশনর সুবিধার জন্য গৃহীত পদক্ষেপ সম্পর্কে আধিকারিকদের জানান উপাচার্য।

৫ জানুয়ারির হিংসার ঘটনা নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন উপাচার্য। বাম নেতৃত্বাধীন জেএনইউ ছাত্র সংসদের ফি বৃদ্ধির প্রতিবাদ আন্দোলনের সঙ্গে রবিবারের হামলার যোগ টানায় তাঁকে বরখাস্তের দাবিও উঠেছে।

পড়ুয়া ও শিক্ষক সহ বেশিরভাগ জখমই রবিবারের হিংসার পিছনে এবিভিপি-র ভূমিকার অভিযোগ করেছেন। যদিও এবিভিপি ওই অভিযোগ অস্বীকার করেছে।