মুম্বই: অর্থ পাচারের মামলায় বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হল। আজ এক বিশেষ আদালত এই পরোয়ানা জারি করেছে। ফলে বিপাকে পড়ে গেলেন জাকির।


এই বিতর্কিত ধর্ম প্রচারকের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে গত বছরের ডিসেম্বরে মামলা দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বেশ কিছুদিন ধরেই তদন্ত চলছে। কিন্তু জেরা বা গ্রেফতারি এড়াতে দেশের বাইরে আছেন জাকির। ইডি সূত্রে খবর, তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহীতে আছেন। চলতি বছরের জানুয়ারি থেকে তাঁকে চার বার সমন পাঠানো হয়েছে। কিন্তু হাজিরা দেননি জাকির। সেই কারণেই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয় ইডি। গতকাল মুম্বইয়ের এক বিশেষ আদালত গ্রেফতারি পরোয়ানা নিয়ে রায় স্থগিত রাখে। তবে আজ আদালত জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল।

সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে। ফলে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর এবার জাকিরকে ভারতে নিয়ে আসা হতে পারে।