দামো, মধ্যপ্রদেশ:  ওড়িশার কালাহান্ডি এবং বালেশ্বরে শবদাহী গাড়ি না মেলায় কীভাবে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, সে ছবি সংবাদ মাধ্যমের সৌজন্যে আজ ভাইরাল। এবার অমানবিকতার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের দামো। ডাক্তার দেখাতে যাওয়ার পথে চলন্ত বাসেই এক মহিলার মৃত্যু হয়। সেই দেখে ভয় পেয়ে বাস চালক মহিলার দেহ সহ তাঁর স্বামী, পাঁচ দিনের নবজাতক ও পাঁচ বছরের শিশুপুত্রকে জোর করে বাস থেকে নামিয়ে পালিয়ে গেল। এরপর সাহায্যের আশায় মাঝ রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সেই ব্যক্তিকে, তাঁর নবজাতক কন্যা ও শিশুপুত্রকে নিয়ে ।


পাঁচদিনে আগে এক কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা। হঠাত্ সেই মহিলা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দেখাতেই স্থানীয় চিকিত্সা কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন তাঁর স্বামী। পথেই মৃত্যু হয় মহিলার। সেই অবস্থায় মহিলার দেহ বাস থেকে নামিয়ে দেয় চালক।

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেখানে দিয়ে বাইকে করে যাচ্ছিলেন পেশায় আইনজীবী এক ভদ্রলোক। এই ঘটনার কথা পুলিশকে ফোন করে জানায় সেই আইনজীবী ভদ্রলোক। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ ঘটনাস্থলে এসে মহিলার বিষয় বিস্তারিত তথ্য নিয়ে রাম সিংহকে কোনওরকম সাহায্য না করেই ঘটনাস্থল থেকে চলে যায়। এরপর ওই আইনজীবী ভদ্রলোকই অ্যাম্বুলেন্স ডেকে মহিলার দেহটি তাঁর গ্রামে পাঠানোর ব্যবস্থা করেন।

প্রসঙ্গত, মধ্যপ্রদেশে বাস চালক ও পুলিশের এই আচরণ ফের মানবিকতাকেই এক বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল।