সুষমা এক টুইটে জানিয়েছেন, সেখানে প্রায় দুশো ভারতীয় পড়ুয়া গলা পর্যন্ত জলে আটকে রয়েছে। তাদের ফোন করে যোগাযোগ করে খাদ্য, ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী পাঠানোর চেষ্টা হচ্ছে। উদ্ধারকাজে যেহেতু নৌকা ব্যবহার করা হচ্ছে, সেইজন্যে মার্কিন প্রশাসন কোনও ভাবেই ভারতীয়দের কাছে খাবার পৌঁছনোর জন্যে নৌকা দিতে পারেনি।
অপর একটি টুইটে সুষমা দাবি করেছেন, হাউস্টনে ভারতীয় কনস্যুল জেনারেল অনুপম রায়, সেখানে আটকে পড়া পড়ুয়াদের সবভাবে সাহায্য করার চেষ্টা করছেন। এই ঝড়ের তাণ্ডবে, হাউস্টনে প্রায় হাজার খানেক মানুষ এখন ঘরছাড়া। গলাবন্দি জলে আটকে রয়েছে বহু মানুষ।