নাগপুর: সরকারি হাসপাতালে করোনা বিভাগে কর্মরত স্বামী। চিকিৎসার কাজে বাড়ি ফিরতে পারেননি ১৫ দিন। 'আমরা ওনার জন্য গর্বিত', বললেন স্ত্রী।

মহারাষ্ট্রের নাগপুরের সরকারি হাসপাতালে করোনা বিভাগের কর্মরত রয়েছেন চিকিৎসক সুশান্ত মূলে। কাজের চাপে ১৫ দিন বাড়ি ফিরতে পারেননি তিনি। বাড়িতেই রয়েছেন স্ত্রী ছেলে সহ তার পুরো পরিবার সুশান্ত মূলের স্ত্রী শ্রদ্ধা মূলে বলেন, 'আমার ছেলে ওর বাবার সঙ্গে কথা বলতে চাইলে ভিডিও কলে কথা বলিয়ে দিই। আমার স্বামী যে কাজ করছেন তার জন্য আমরা সবাই গর্বিত।'



বিশ্ব জুড়ে অতিমারীর সঙ্গে লড়াই করছেন সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ভারতের বিভিন্ন রাজ্যেও করোনা আক্রান্তদের চিকিৎসা করে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।