লখনউ: শুক্রবারই শেষ হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। লোকসভায় পাশ হলেও, রাজ্যসভায় বিরোধীদের আপত্তিতে থমকে গিয়েছে তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল।
আর সেদিনই সংসদ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি আরবে কর্মরত উত্তরপ্রদেশের সুলতানপুরের নন্দৌলিতে এক ব্যক্তি এসএমএস করে স্ত্রীকে তাৎক্ষণিক তিন তালাক দেন।
খবরে প্রকাশ, ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরেই সৌদি আরবে কাজ করছেন। অভিযোগ, প্রায়ই তিনি পণের জন্য স্ত্রীর ওপর চাপ দিতেন। মহিলা সেই দাবি পূরণ করতে না পারায়, সৌদি থেকেই এসএমএস-এর মাধ্যমে স্ত্রীকে তাৎক্ষণিক তিন তালাক দেন অভিযুক্ত।
[embed]https://twitter.com/ANINewsUP/status/949609378478407682[/embed]
সংবাদমাধ্যমের কাছে ওই মহিলা জানান, পণের জন্য শ্বশুরবাড়িতে তাঁর ওপর নির্যাতন চালানো হত। তিনি বলেন, প্রায়ই তাঁর বাবার কাছে গাড়ি চাওয়া হত। স্বামী অত্যাচার করত।
তাঁর অভিযোগ, পণের দাবি না মেটাতে পারায় তাঁকে এসএমএস করে ডিভোর্স দেন স্বামী। তিনি এ-ও জানান, এরপরই বাড়ি থেকে তাঁকে বের করে দেয় শ্বশুরবাড়ির লোকজন। মহিলা জানান, ছেলেকে নিয়ে এখন তিনি সহায়-সম্বলহীন হয়ে পড়েছেন।
https://twitter.com/ANINewsUP/status/949609381179478016
এই ঘটনায় মহিলার বাবার প্রতিক্রিয়া আরও আশ্চর্যজনক। পুলিশে অভিযোগ জানানো দূর অস্ত, তাঁর মতে, মেয়ের ডিভোর্স প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। তিনি বলেন, প্রথম ২ বছর সব ঠিকঠাক ছিল। পরে, তারা মেয়েকে হয়রান করত। একদিন ডিভোর্স দিয়ে দিল। আমরা পুলিশে জনাইনি। আমি মনে করি, ডিভোর্স প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে।
https://twitter.com/ANINewsUP/status/949609384035827713
সম্প্রতি, সুপ্রিম কোর্ট তাৎক্ষণিক তিন তালাককে অবৈধ ঘোষণা করেছে। কিন্তু, তারপরও যে এই প্রথা দেশের বিভিন্ন প্রান্তে বহাল তবিয়তে রয়েছে, তার জলজ্যান্ত উদাহরণ এই ঘটনাটি।