নয়াদিল্লি:  স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক সবসময় নিষ্ঠুরতা হিসেবে গৃহীত হবে না, বৃহস্পতিবার এক রায় একথা জানিয়েছে দেশের শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টে এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে দেওয়া নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অপর একটি মামলা দায়ের করেছিলেন। ওই ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার কারণে, তাঁর স্ত্রী আত্মহত্যা করেন। এরপর সমাজের কাছে অপমানিত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হন সেই ব্যক্তির প্রেমিকাও। এখানেই শেষ হয়নি এই ঘটনার পরিণতি। পরে সেই প্রেমিকার মা ও ভাইও আত্মহত্যা করেন। এরপর ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। সেখানে বলা হয় তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ওই ব্যক্তির স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং আত্মহত্যা করতে বাধ্য হন। এরপর নিম্ন আদালত ওই ব্যক্তির বিরুদ্ধে তাঁর স্ত্রীর ওপর মানসিক নির্যাতন চালানো ও তাঁকে আত্মহত্যায় বাধ্য করার জন্যে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা শুরু করে। নিম্ন আদালত তাঁকে চার বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। পরে এই রায়ের বিরুদ্ধেই শীর্ষ আদালতে যান ওই ব্যক্তি।

শুক্রবার শীর্ষ আদালত তার রায় জানায়, সবসময় স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক স্ত্রীর ওপর মানসিক নির্যাতনের কারণ হিসেবে গণ্য করা যাবে না। তবে স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার কারণে বিচ্ছেদের দাবি করতেই পারেন স্ত্রী। এছাড়াও খোরপোষ হিসেবে বড় অঙ্কের টাকাও দাবি করতে পারে স্ত্রী।

শীর্ষ আদালতে বিচারপতি দীপক মিশ্র এবং অমিতাভ রায়ের ডিভিশন বেঞ্চ জানায়, বিবাহ বহির্ভূত সম্পর্ক আইনবিরুদ্ধ কিন্তু স্বামীর বিরুদ্ধে ৪৯৮ এ ধারায় মামলা করা যাবে না। কারণ, এরফলে স্ত্রীর ওপর কোনও ধরনের নির্যাতন চালানো হচ্ছে না। এই কাজকে ৪৯৮ এ ধারায় অর্থাত্ অপরাধমূলক কাজ হিসেবে দেখাতে হলে স্বামীর স্ত্রীর ওপর অত্যাচার চালানো আরও কিছু প্রমাণ দিতে হবে আদালতে।