হায়দরাবাদ: ৯ বছরের দুই যমজ বোনকে টানা ১ বছর ধরে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তি ও তার ছেলের বিরুদ্ধে। অভিযোগ, এই কাজে সমর্থন ছিল দুই নাবালিকার মায়ের। হায়দরাবাদের মইলারদেবপল্লীর ঘটনা।

পুলিশ জানিয়েছে জাফ্ফর(৪০) এবং তার বছর ১৬-র ছেলে দিনের পর দিন দুই নাবালিকাকে যৌন হেনস্থা, ধর্ষণ করত বলে অভিযোগ। এ কাজে সরাসরি সায় ছিল মেয়ে দুটির মায়ের। বিনিময়ে টাকা নিত সে। দুই নাবালিকার মধ্যে একজন অত্যাচার সহ্য করতে না পেরে পরিবারের অন্য এক প্রবীণ সদস্যকে জানায়। তিনিই বিষয়টি এক স্বেচ্ছাসেবী সংগঠনকে জানান। পুলিশ নাবালিকা দুজনকে উদ্ধার করেছে। তাদের মা এং জাফ্ফরকে নিজেদের হেফাজতে রেখেছে। জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে জাফ্ফরের ১৬ বছরের ছেলেকে।