আসছেন মোদী, ইভাঙ্কা ট্রাম্প, হায়দরাবাদ শহরে দু মাস নিষিদ্ধ হল ভিক্ষাবৃত্তি
Web Desk, ABP Ananda
Updated at:
08 Nov 2017 07:19 PM (IST)
হায়দরাবাদ: ২৮ নভেম্বর থেকে হায়দরাবাদে বসছে তিনদিনের অষ্টম বার্ষিক গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিট। সেখানে যোগ দিতে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কার। তার প্রাক্কালে শহরে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ বলে জানিয়ে দিল হায়দরাবাদ পুলিশ।
বিবৃতি দিয়ে হায়দরাবাদের পুলিশ কমিশনার এম মহেন্দ্র রেড্ডি শহরে ভিক্ষা করা চলবে না বলে জানিয়েছেন। তাঁর অভিমত, ভিক্ষাবৃত্তির ফলে রাস্তাঘাটে সাধারণ মানুষের অবাধ আসা যাওয়ায় অসুবিধা হয়, লোকজন বিরক্ত বোধ করে, যানবাহন চলাচল, ট্রাফিকের সমস্যা হয়, শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। গতকালের বিজ্ঞপ্তি অনুসারে ২০১৮-র ৭ জানুয়ারি পর্যন্ত, অর্থাত্ দু মাস শহরের প্রধান রাস্তাগুলিতে, প্রকাশ্য স্থানে ভিক্ষা করা চলবে না। নিষেধাজ্ঞা ভাঙলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা (সরকারি অফিসারের জারি করা নির্দেশ লঙ্ঘন) , হায়দারবাদ সিটি পুলিশ অ্যাক্ট, তেলঙ্গানা প্রিভেনশন অব বেগিং অ্যাক্ট, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, ২০০০ লঙ্ঘনে দায়ী হবেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -