হায়দরাবাদ: ভাগাড়ের মাংসের পর এবার টয়লেটের চা। তবে দ্বিতীয় ঘটনা কলকাতায় ঘটেনি, ঘটেছে হায়দরাবাদে। কেন্দ্র যেখানে বুলেট ট্রেনের কথা বলছে, সেখানেই রেল পরিষেবার এই আতঙ্কজনক চিত্র উদ্বেগে ফেলেছে সাধারণ মানুষকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে, ট্রেনের টয়লেটের জল দিয়ে তৈরি হচ্ছে চা। রেল বলেছে, এই ভিডিও গত বছর ডিসেম্বরের।

[embed]https://twitter.com/ANI/status/991869811402596352?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fhyderabad-vendor-fined-rs-1-lakh-for-using-train-toilet-water-to-prepare-tea-848096&tfw_creator=abc&tfw_site=http%3A%2F%2Fabpnews.abplive.in[/embed]

হায়দরাবাদের সেকেন্দ্রাবাদ রেল স্টেশনে চেন্নাই সেন্ট্রাল-হায়দরাবাদ চারমিনার এক্সপ্রেসে ধরা পড়ে টয়লেটের জল দিয়ে চা তৈরির ছবি। বিষয়টি নিয়ে তদন্ত করেছে রেল কর্তৃপক্ষ। সেকেন্দ্রাবাদ ও কাজিপেটের মধ্যে কর্মরত ভেন্ডিং কন্ট্রাক্টর পি শিবপ্রসাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। তার ১ লাখ টাকা জরিমানা করেছে আইআরসিটিসি।