নয়াদিল্লি: তিনি মুসলিম, মুসলিমই থাকতে চান। হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানালেন হাদিয়া ওরফে অখিলা অশোকন, কেরলের বিতর্কিত লাভ জেহাদ মামলার কেন্দ্রে উঠে এসেছেন যিনি। গত মে মাসে স্বামী শাফি জেহানের সঙ্গে তাঁর বিয়ে কেরল হাইকোর্ট বাতিল করে দেওয়ার পর হাদিয়া বারবার সুপ্রিম কোর্টে আর্জি জানান, তাঁকে স্বামীর সঙ্গে থাকার অনুমতি দেওয়া হোক। কেরল হাইকোর্ট দুজনের বিয়েকে লাভ জেহাদের উদাহরণ বলেছিল, হাদিয়ার বাবা তাঁর বৈধ অভিভাবক বলেও জানিয়েছিল।
হলফনামা দিয়ে হাদিয়া সুপ্রিম কোর্টে জানিয়েছেন, তিনি শাফি জেহানের স্ত্রী থাকতে চান। শাফিকে বিয়ে করতেই হাদিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।
কেরল হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন হাদিয়া। সুপ্রিম কোর্ট এ ব্যাপারে এনআইএ তদন্তের নির্দেশ দেয়। এনআইএ তদন্ত রিপোর্ট পেশ করে সর্বোচ্চ আদালতে জানায়, কেরলে একটা সংগঠিত চক্র মহিলাদের মৌলবাদে আকৃষ্ট করে মগজ ধোলাই করছে আইসিসের হয়ে লড়তে পাঠানোর জন্য। এমন ৮৯টি ঘটনার খবর মিলেছে বলেও তারা জানায়। হাদিয়ার ব্যাপারটাও এমনই।
যদিও হাদিয়া হলফনামায় দাবি করেছেন, তাঁর স্বামীকে অন্যায় ভাবে সন্ত্রাসবাদী বলে প্রচার করছে এনআইএ। স্বামীর সঙ্গে আইসিসের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীর কোনও সম্পর্কই নেই।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
লাভ জেহাদ: আমি মুসলিম, তা-ই থাকতে চাই, সুপ্রিম কোর্টে হাদিয়া
Web Desk, ABP Ananda
Updated at:
20 Feb 2018 09:35 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -