নয়াদিল্লি: পেঁয়াজের ঝাঁঝে কার্যত নাজেহাল অবস্থা দেশবাসীর! বাজারে পেঁয়াজের দাম যেভাবে অগ্নিমূল্য হচ্ছে তাতে ক্রেতারা হাত লাগাতেই ভয় পাচ্ছে। তার ওপর কমছে পেঁয়াজের জোগানও। সবমিলিয়ে পেঁয়াজ নিয়ে যে সঙ্কট দেখা দিয়েছে তা জ্বলন্ত সমস্যার আকার নিয়েছে। সেঞ্চুরি হাঁকানো পেঁয়াজ নিয়ে ইতিমধ্যেই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। রাস্তায় প্রতিবাদের সঙ্গে আজ সংসদেও পেঁয়াজের সঙ্কট নিয়ে বিরোধীদের প্রশ্নের সম্মুখীন হন অর্থমন্ত্রী। জবাবে নির্মলা সীতারমন বলেন, তিনি রসুন, পেঁয়াজ খান না। তাঁর পরিবারও পেঁয়াজ খায় না। তাই এই বাজারে আগুন লাগলেও মন্ত্রীর বাড়িতে সেই আঁচ লাগেনি। অর্থমন্ত্রীর ওই বক্তব্যের পর এবার পেঁয়াজের সঙ্কট নিয়ে একই ধরনের মন্তব্য করলেন অশ্বিনী চৌবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী অশ্বিনী চৌবের বলেন, “আমি নিরামিষভোজী। পেঁয়াজের স্বাদই জানি না। তাই আমার মতো একজন মানুষ কীভাবে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে জানবে।”
দেখুন ভিডিও: পেঁয়াজে অটো ভাড়ার লেনদেন, পেঁয়াজ কিনে ব্যাগে তালা!
এখানেই শেষ নয়। কার্যত এই পরিস্থিতির দায় অস্বীকার করে নির্মলা সীতারমনের পাশেই দাঁড়িয়েছেন তিনি। “অর্থমন্ত্রী কোনও ভুল করেননি, বরং সরকার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে, সেই কথাই সংসদে তুলে ধরেছেন”, মন্তব্য অশ্বিনী চৌবের।