নয়াদিল্লি: বেনামি সম্পত্তি মামলায় আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের মেয়ে মিসা ভারতী ও তাঁর স্বামী শৈলেশ কুমারকে আজ ফের সমন পাঠাল আয়কর বিভাগ। তাঁদের সোমবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মিসা ও শৈলেশ ছাড়াও লালুর স্ত্রী রাবড়ি দেবী এবং তাঁদের ছেলে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে দিল্লির আদালতে মামলা দায়ের করা হবে বলেও আয়কর বিভাগ সূত্রে জানা গিয়েছে।
গত ১৬ মে লালু ও তাঁর সন্তানদের বিরুদ্ধে বেনামি সম্পত্তির অভিযোগে দিল্লির ২২টি স্থানে তল্লাশি চালায় আয়কর বিভাগ। লালুর পরিবারের লোকজন ছাড়াও আরজেডি সাংসদ পি সি গুপ্ত এবং দিল্লি, গুরুগ্রাম ও রেওয়ারির কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়।
বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী লালু ও তাঁর তিন সন্তান তেজস্বী, তেজপ্রতাপ ও মিসার বিরুদ্ধে বেআইনি জমি কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে আয়কর বিভাগ। লালু ও তাঁর পরিবারের লোকজন কীভাবে ভুয়ো সংস্থার মাধ্যমে বেনামে দিল্লি ও পটনায় বহুমূল্য সম্পত্তি কিনেছেন, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এই মামলাতেই মিসা ও তাঁর স্বামীকে ফের জেরা করতে চায় আয়কর বিভাগ।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
বেনামি সম্পত্তি মামলায় লালুর মেয়ে, জামাইকে আয়কর বিভাগের সমন
Web Desk, ABP Ananda
Updated at:
17 Aug 2017 06:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -