নয়াদিল্লি: পাকিস্তানের পরমাণু অস্ত্র সহ বিভিন্ন লক্ষ্য চিহ্নিত করে তাতে আঘাত হানতে সক্ষম ভারতীয় বায়ুসেনা। এমনটাই জানালেন বায়ুয়েনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া।


আগামী ৮ তারিখ বায়ুসেনা দিবস। তার প্রাক্কালে এদিন সাংবাদিক সম্মেলন করছিলেন বায়ুসেনা প্রধান। ধানোয়াকে প্রশ্ন করা হয়, পাকিস্তানের ট্যাক্টিক্যাল পরমাণু অস্ত্র নিয়ে বিশ্ব উদ্বিগ্ন। সেক্ষেত্রে, প্রয়োজন হলে বায়ুসেনা কি ইসলামাবাদের পরমাণু অস্ত্র ধ্বংস করতে পারবে?

জবাবে ধানোয়া বলেন, আমাদের একটি খসড়া পরমাণু নীতি রয়েছে। সেখানে বলা হয়েছে, শত্রু আমাদের ওপর পরমাণু অস্ত্র ব্যবহার করলে কী করা হবে। ধানোয়া যোগ করেন, যতদূর বায়ুসেনা বিষয়টি জড়িত, এটা বলা যেতেই পারে, শুধুমাত্র ট্যাক্টিক্যাল পরমাণু অস্ত্র নয়, সীমান্তের ওপারে যে কোনও টার্গেটকে খুঁজে খুঁজে তাকে ধ্বংস করার ক্ষমতা রাখে বায়ুসেনা।

চিনের মোকাবিলা করার ক্ষমতা আছে ভারতের: বায়ুসেনা প্রধান

গতমাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি জানান, ভারতীয় সেনার ‘কোল্ড স্টার্ট ডকট্রিন’-এর মোকাবিলায় তারা স্বল্প-পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।

প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের কথা মাথায় রেখে ভারতীয় স্থলসেনার জন্য ‘কোল্ড স্টার্ট ডকট্রিন’ অবলম্বন করে ভারত। এই ডকট্রিন অনুযায়ী, ইউনিফায়েড ব্যাটল গ্রুপের অঙ্গ হিসেবে সেনার বিভিন্ন শাখা আক্রমণাত্মক অভিযান করবে।

এদিন, ধানোয়া জানিয়ে দেন, অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধে যেতে প্রস্তুত ভারত। একইসঙ্গে, দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়ারও ক্ষমতা রয়েছে তাদের বলেও জানান এয়ার চিফ মার্শাল।