নয়াদিল্লি: মাঝরাতে পুলসাইড পার্টি চলাকালীন পা পিছলে সুইমিং পুলে পড়ে যান এক মহিলা আইএএস ট্রেনি অফিসার। তাঁকে উদ্ধার করতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন আর এক আইএএস ট্রেনি।

মৃত ওই ট্রেনি অফিসারের নাম আশিস দাহিয়া, বয়স ৩০। গত বছর আইএএস পাশ করেন তিনি। হরিয়ানার সোনেপতের বাসিন্দা আশিসের চাকরিতে যোগদানের আগে সরকারি প্রশিক্ষণ চলছিল। তিনি ও তাঁর আইএফএস ও আইআরএস ট্রেনি বন্ধুরা দিল্লির বার সরাই এলাকায় বিদেশ মন্ত্রকের একটি প্রতিষ্ঠানের বাইরে গতকাল রাতে পার্টি করছিলেন।

তখন এক মহিলা ট্রেনি আচমকা জলে পড়ে যান। তাঁকে তুলতে জলে নামেন আশিস সহ বেশ কয়েকজন অফিসার। মহিলাকে উদ্ধার করা গেলেও বন্ধুরা দেখেন, আশিসকে পাওয়া যাচ্ছে না। অল্পক্ষণের মধ্যেই পুলের জলে ভেসে ওঠে তাঁর দেহ।

স্থানীয় মেডিক্যাল অফিসার কৃত্রিমভাবে তাঁর শ্বাসপ্রশ্বাস চালু করার চেষ্টা করেন। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় বসন্ত কুঞ্জের একটি হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, পার্টিতে ট্রেনিরা মদ্যপান করেছিলেন। আশিসের দেহ ময়নাতদন্তের জন্য এইমসে পাঠানো হয়েছে।