নয়াদিল্লি: তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হলে বিদ্বজ্জনদের গুলি করার নির্দেশ জারি করতেন। এমনই মন্তব্য করেছেন বিজেপির শীর্ষ নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাসনাগৌড়া পাতিল যতনা। বিদ্বজ্জনরা এ দেশের খেয়ে পরে দেশের বিরুদ্ধেই মুখ খোলেন বলে অভিযোগ করেছেন তিনি।
এখন বিজেপিতে যোগ দেওয়া গৌড়া আগে জেডিএস নেতা ছিলেন। কর্নাটকের বিজয়পুরায় কার্গিল দিবস উপলক্ষ্যে এক সমাবেশে তিনি বলেন, বিদ্বজ্জনরা এ দেশে থাকেন, আমাদের করের টাকায় সব রকম সুবিধে নেন, তারপর সেনার বিরুদ্ধে স্লোগান তোলেন। এঁরা দেশের পক্ষে বিপদ। আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতাম, এঁদের গুলি করার আদেশ দিতাম।
[embed]https://twitter.com/ANI/status/1022668420100378624?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1022668420100378624&ref_url=https%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fif-i-was-home-ministeri-would-have-issued-orders-to-shoot-intellectuals-says-bjp-leader-basanagouda-patil-yatna-923882[/embed]
এই প্রথম অবশ্য নয়, এর আগেও গৌড়া বিতর্কিত মন্তব্য করেছেন। বিজাপুর সিটি কেন্দ্রের এই বিধায়ক বলেন, কর্পোরেট সংস্থাগুলিকে বলতে চাই, মুসলমানদের উন্নয়নে কোনও কাজ করবেন না। আপনাদের শুধু হিন্দুদের কল্যাণ দেখা উচিত।
আমি স্বরাষ্ট্রমন্ত্রী হলে বিদ্বজ্জনদের গুলি করতে বলতাম, বললেন এই বিজেপি নেতা
ABP Ananda, Web Desk
Updated at:
27 Jul 2018 11:56 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -