কর্নাটকে বিধানসভা ভোটপর্ব চুকে যেতেই লাগাতার পেট্রল, ডিজেলের দাম বেড়েছে ১৬ দিন। আমজনতার ঘাড়ে মূল্যবৃদ্ধির চাপ বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক মহলেও জোর আলোড়ন তুলেছে পেট্রপণ্যের উর্ধ্বমুখী দাম। এক সুরে সরব বিরোধী রাজনৈতিক দলগুলি। আজই ছবিটা বদলে প্রথমে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি পেট্রলের দাম লিটারে ৬০ পয়সা, ডিজেলের দাম ৫৬ পয়সা কমানোর কথা ঘোষণা করেও পরে সংশোধন করে জানায়, টেকনিক্যাল ভুল ছিল আগের ঘোষণায়, দুটিরই দাম লিটারে কমছে মাত্র ১ পয়সা। এ নিয়ে জোর টিকা-টিপ্পনী চলছে।
তার মধ্যেই কংগ্রেস সভাপতি ১ পয়সা মূল্যহ্রাসের ঘোষণায় প্রধানমন্ত্রীকে নিশানা করে ট্যুইট করেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজ পেট্রল, ডিজেলের দাম ১ পয়সা কমিয়েছেন। এক পয়সা!?? এটা যদি আপনার তামাসা বোধ হয়, তাহলে সেটা নিম্ন রুচির, ছেলেমানুষি। দিনকয়েক আগে আপনাকে যে জ্বালানি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলাম, আজকের এক পয়সা দাম কমানোটা তার 'যথাযোগ্য জবাব' নয়।
প্রসঙ্গত, গত বছর জুনের মাঝামাঝি থেকে পেট্রল, ডিজেলের দাম প্রতিদিন সংশোধন করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।