নয়াদিল্লি: নরেন্দ্র মোদী সরকারের বেকারদের কর্মসংস্থানের দাবি 'অস্বাভাবিক' বলে খারিজ পি চিদম্বরমের। ট্যুইটে গত তিন বছরে কর্মহীন বৃদ্ধি হযেছে,কেন্দ্রের কাছে কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে কোনও হদিশই নেই বলে দাবি করেন এই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতা।
গত ১৯ জানুয়ারি একটি টিভি চ্যানেলের সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কেউ প্রতিদিন পকোড়া বেচে রোজ ২০০ টাকা আয় করলে তা কি কর্মসংস্থান বলা যাবে না? চিদম্বরমের কটাক্ষ, প্রধানমন্ত্রী বলেছেন, পকোড়া বেচাও একটা কাজ। তাহলে সেই যুক্তিতে ভিক্ষে করাও একটা কাজ বা কর্মসংস্থান। আসুন গণনা শুরু করি, কতজন এমন গরিব বা প্রতিবন্ধী রোজগেরে লোক দেশে আছে যারা বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে ভিক্ষে করছে!





মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করার আইন (এমজিএনরেগা) কর্মীদের কাজ পাওয়া মানুষ বলে গণ্য করার সরকারি সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ট্যুইট করেন, আরেক মন্ত্রী আবার এমজিএনরেগা কর্মীদের কাজ পাওয়া লোক বলে ধরতে চান। তাহলে বলতে হবে, ওরা ১০০দিন 'চাকুরে', আর ২৬৫ দিন বেকার! অথচ ২০০৫-এর এমজিএনরেগা আইনটি চালু করা হয়েছিল এই উদ্দেশ্য সামনে রেখে যে, একটি অর্থবর্ষে গ্রামের যে পরিবারগুলির প্রাপ্তবয়স্ক সদস্যরা দক্ষতা লাগে না, এমন দৈহিক কাজ করতে রাজি, তাদের বছরে ১০০ দিনের কাজ সুনিশ্চিত করে জীবনযাত্রার সুরক্ষা দেওয়া যায়।




'বদ্ধ হয়ে থাকা' কাজের বাজারের সম্প্রসারণ ঘটাতে বেসরকারি বিনিয়োগ, ব্যক্তিগত ভোগ্যপণ্যের ব্যবহার, রপ্তানি ও ঋণের চাহিদা বৃদ্ধিই সঠিক পদক্ষেপ বলে সওয়াল করে তিনি ট্যুইট করেন, এগুলি হলেই সত্যিকারের কর্মসংস্থান ঘটবে। কিন্তু এখনও তা হচ্ছে না।







দীর্ঘদিন ধরেই চিদম্বরমের দাবি, কেন্দ্রের এনডিএ সরকার দেশের অর্থনীতির সঠিক পরিচালনা, অভ্যন্তরীণ সুরক্ষা, বিদেশনীতি ও জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ ইস্যুগুলি মোকাবিলায় চরম ব্যর্থ।
গত সপ্তাহে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিনিয়োগ টানার উদ্যোগকেও কটাক্ষ করেন তিনি। পদ্মাবতকে কেন্দ্র করে গন্ডগোলের প্রতি ইঙ্গিত করে ট্যুইট করেন, যেদিন প্রধানমন্ত্রী ভারতে বিনিয়োগের ডাক দিলেন, সেদিনই আমদাবাদ শান্তি, হিংসায় জর্জরিত। উত্তরপ্রদেশে নীতি পুলিশগিরির ঠেলায় তরুণ-তরুণীদের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের হল। এও বলেন, ডারউইনের তত্ত্ব ভুল বলায় সেদিনই নিজেরই জুনিয়র মন্ত্রী সত্যপাল সিংহকে তিরস্কার করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর।