হায়দরাবাদের ওই নিম্ন আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা ট্র্যাফিক আইন ভাঙেন তাঁদের শাস্তি দেওয়ার জন্যেই এই কঠিন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত। প্রসঙ্গত, রাস্তায় দাঁড়িয়ে ট্র্যাফিক সামলানোটা কতটা কঠিন কাজ সেটাও এর মাধ্যমে বোঝানো যাবে।
উল্লেখ্য সোমবারই প্রায় ১০০জনকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে আটক করে পুলিশ। এরমধ্যে ৩১ জনকে গরমের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে পাঁচ ঘন্টা করে ট্র্যাফিক সামলানোর দায়িত্ব দেওয়া হয়। পুলিশের ধারণা এরপর মানুষ বুঝবে আইন না মেনে গাড়ি চালানোটা কত বড় অপরাধ এবং বারংবার আইন ভেঙে পথচারীকে ধাক্কা দেওয়াটা।