নয়াদিল্লি: দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকায় শীর্ষস্থানে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ সায়েন্সেস (আইআইএসসি)। উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিশ্বের সেরা ১০-এ স্থান করে নিয়েছিল  বেঙ্গালুরুর আইআইএসসি।  কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক এদিন  দেশের সেরা যে ১০০ টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে, তারমধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আইআইটি মাদ্রাজ। রাজনৈতিক কারণে বিতর্কে জড়িয়ে থাকা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় যথাক্রমে ষষ্ঠ ও দ্বাদশ স্থানে রয়েছে।



মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, জেএনইউ ও যাদবপুর আফজল গুরু বা ভারত-বিরোধী স্লোগানের জন্য নয়, ছাত্রদের ভালো কাজের জন্য র‌্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে।
উল্লেখ্য, গত বছর জেএনইউ-তে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছিল। কয়েকজন ছাত্রর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। যাদবপুরেও একটি সিনেমা দেখানো ঘিরে ছাত্রদের একাংশের সঙ্গে এবিভিপির সংঘাত বেঁধে গিয়েছিল। জাভড়েকর ক্রমতালিকা প্রকাশ করে সেই প্রসঙ্গেরই উল্লেখ করেছেন।

তালিকায় প্রথম দশে রয়েছে দেশের সাতটি আইআইটি। এছাড়াও রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ও।
এ বছর ‘সামগ্রিক’, ‘কলেজ’, ‘বিশ্ববিদ্যালয়’, ‘ম্যানেজমেন্ট’ ও ‘ইঞ্জিনিয়ারিং’-এই পাঁচটি বিভাগে এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে।
আইআইএসসি বেঙ্গালুরু ‘সামগ্রিক’ ও ‘বিশ্ববিদ্যালয়’-এই দুই বিভাগেই প্রথম স্থান পেয়েছে। ‘বিশ্ববিদ্যালয়’ বিভাগে গতবারের তৃতীয় স্থানে থাকা জেএনইউ উঠে এসেছে দ্বিতীয় স্থানে। ‘সামগ্রিক’ বিভাগে জেএনইউ রয়েছে ষষ্ঠ স্থানে।
‘ম্যানেজমেন্ট’ বিভাগে আইআইএম আহমেদাবাদ উঠে এসেছে প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে আইআইএম বেঙ্গালুরু।
‘ইঞ্জিনিয়ারিং’ বিভাগে প্রথম স্থানে আইআইটি মাদ্রাজ।