আইজল: বাংলাদেশ থেকে মিজেরামে ঢুকে রাজ্যের লুংলেই জেলায় ১৬টা গ্রাম বানিয়ে ফেলেছে বেআইনি অনুপ্রবেশকারীরা। শুক্রবার বিধানসভায় এই তথ্য জানিয়েছেন স্থানীয় প্রশাসন মন্ত্রী কে লালরিনলিয়ানা। কেবল ওই ১৬টি গ্রাম নয়, বৈধ নথিপত্র ছাড়া রাজ্যে প্রবেশ করা লোকজন বেআইনি ভাবে এমন আরও ৯টি গ্রাম তৈরি করেছে বলেও জানান তিনি। এগুলির মধ্যে চারটি হয়েছে আইজলে, তিনটি মায়ানমার সীমান্ত সংলগ্ন চম্পাইয়ে, ২টি ত্রিপুরা সীমান্তবর্তী মমিত জেলায়। জোরম পিপলস –এর প্রতিনিধি সি লালসাউভুঙ্গার প্রশ্নের উত্তরে একথা জানান লালরিনলিয়ানা। বাংলাদেশ ছাড়াও মায়ানমার, মণিপুর এবং ত্রিপুরা থেকে আসা অনুপ্রবেশকারীও ওই ৯টি গ্রামে বসবাস করছে বলে খবর।
কর্মকর্তাদের পাশাপাশি যে ছাত্রনেতারা আগে সীমান্তবর্তী এলাকায় গবেষণা চালিয়েছেন, তাঁদের দাবি, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের অধিকাংশই চাকমা সম্প্রদায়ভুক্ত।