হায়দরাবাদ: সন্ত্রাস মামলায় দোষী ঘোষিত ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম)-এর ৫ জন। ২০১৩ সালে দিলসুখনগরে জোড়া বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছিলেন। সেই নাশকতায় জড়িত থাকায় আজ দোষী সাব্যস্ত হল মহম্মদ আহমেদ সিদ্দিবাপ্পা ওরফে ইয়াসিন ভটকল ও আরও ৪ জন। এই প্রথম কোনও সন্ত্রাস মামলায় দোষী সাব্যস্ত হল আইএমের কেউ। বিশেষ এনআইএ আদালত ওই ৫ জনকে ভারতীয় দণ্ডবিধি, অস্ত্র আইন, ইউএপি-তে দোষী সাব্যস্ত করেছে।


ভটকল বাদে অন্য চারজন হল উত্তরপ্রদেশের আসাদু্ল্লাহ আখতার, পাকিস্তানের জিয়া-উর-রহমান ওরফে ওয়াকাস, বিহারের তহসিন আখতার ও মহারাষ্ট্রের আইজাজ শেখ। এদের সাজা ঘোষণা করা হবে ১৯ ডিসেম্বর।


যদিও বিস্ফোরণ মামলার মূল চক্রী বলে অভিযুক্ত রিয়াজ ভটকল এখনও পলাতক। করাচিতে বসে সে অপারেশন চালাচ্ছে বলে অনুমান গোয়েন্দাদের।
মামলার বিচার পর্ব শুরু হয়েছিল গত বছরের ২৪ আগস্ট। গত মাসে চূড়ান্ত শুনানি শেষ হয়। মোট ১৫৭ জনের সাক্ষ্য নেওয়া হয়।
এনআইএ ডিরেক্টর শরদ কুমার বলেন, তদন্ত দল চমত্কার কাজ করেছে। প্রতিটি তথ্যপ্রমাণ বিস্তারিত খুঁটিয়ে দেখা হয়েছে। ইন্ডিয়ান মুজাহিদিন ক্যাডারদের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা এই প্রথম। আমরা ওদেরে সর্বোচ্চ সাজার আবেদন জানাব।
আইএম ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার চক্রান্ত করেছে, লক্ষ্য পূরণে ও আতঙ্ক ছড়াতে হায়দরাবাদে বিস্ফোরণ ঘটানোর সিদ্ধান্ত নেয়, চার্জশিটে বলেছে এনআইএ। তাদের বক্তব্য, রিয়াজ ভটকলই আইএম মডিউলের আসল মাথা। সে-ই মামলার প্রধান অভিযুক্ত। নিজের পাঠানো বিস্ফোরক সামগ্রী লুকিয়ে রাখার জন্য ম্যাঙ্গালোরে নিরাপদ জায়গা খুঁজে বের করতে সঙ্গী আসাদুল্লাহ আখতার, ওয়াকাসকে নির্দেশ দিয়েছিল সে।