নয়াদিল্লি:নির্জন সেলে থাকতে চায় না সে। দিল্লির এক আদালতে জানাল ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতা ইয়াসিন ভটকল।
২০১৩-র হায়দরাবাদ বিস্ফোরণ মামলায় সম্প্রতি মৃত্যুদণ্ডের সাজা হয়েছে এই সন্ত্রাসবাদীর। দিলসুখনগর জোড়া বিস্ফোরণ মামলা সহ একাধিক সন্ত্রাস মামলায় তাকে বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। দিলসুখনগরের নাশকতায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এক এনআইএ আদালত। তাকে যাতে নির্জন সেলে একা রাখা না হয়, সেজন্য তিহার জেলের সুপারকে নির্দেশ দিতে আদালতে আবেদন জানিয়েছে ইয়াসিন।
তার আবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আইন অনুসারে তাকে আলাদা সেলে আটকে রাখার পদক্ষেপ সংবিধানের অনুচ্ছেদের পরিপন্থী। ইয়াসিনের কৌঁসুলি এম এস খানও সওয়াল করেন, তাঁর মক্কেলকে নির্জন সেলে আটকে রেখে আদালত অবমাননা করা হচ্ছে।
ইয়াসিনের আবেদনের পরিপ্রেক্ষিতে তিহার জেল কর্তৃপক্ষকে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়ে ৭ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।
নির্জন সেলে থাকতে চায় না, আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইন্ডিয়ান মুজাহিদিন প্রতিষ্ঠাতা ইয়াসিন ভটকল
Web Desk, ABP Ananda
Updated at:
28 Feb 2017 06:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -