নয়াদিল্লি: বিতর্কের মুখে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) বিল গেল লোকসভার স্ট্যান্ডিং কমিটিতে। বাজেট অধিবেশনের আগে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে। এর পরিপ্রেক্ষিতে দেশজুড়ে বহির্বিভাগে ১২ ঘন্টার কর্মবিরতির প্রতিবাদ কর্মসূচী প্রত্যাহার করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিযেশন (আইএমএ)।
গত শুক্রবার এনএমসি বিল সংসদে পেশ করা হয়। এই বিলে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া ভেঙে দিয়ে স্বাস্থ্য শিক্ষা পরিচালনা ও পরামর্শদাতা হিসাবে ন্যাশনাল মেডিক্যাল কমিশন নামে সংস্থা তৈরির প্রস্তাব করা হয়েছে। হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ চিকিত্সা যাঁরা করেন তাঁরা একটি ব্রিজ কোর্স সম্পূর্ণ করার পর অ্যালোপ্যাথি চিকিত্সা করতে পারবেন, এমন প্রস্তাবও রাখা হয়েছে বিলে।
এই বিলের বিরোধিতা করে দেশজুড়ে বহির্বিভাগে ১২ ঘন্টার কর্মবিরতির ডাক দেয় আইএমএ। এদিন প্রতিবাদ কর্মসূচী প্রত্যাহারের কথা জানিয়ে আইএমএ কেকে আগরওয়াল বলেছেন, বিলটি সংসদের স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। সেখানে বিভিন্ন ক্ষেত্রে থেকে উঠে আসা সদস্যরা রয়েছেন। সেখানে ফলপ্রসূ কোনও সিদ্ধান্ত নেওয়া দরকার। তাঁদের দাবিকে সমর্থন জানানোর জন্য তিনি লোকসভা সদস্যদের ধন্যবাদও জানিয়েছেন।
এদিন বিলটি আলোচনার জন্য উঠলে বিরোধী সদস্যরা প্রতিবাদ জানান। এরপরই বিলটি স্থায়ী কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
আইএমএ বলেছে, প্রস্তাবিত সংস্থার মাধ্যমে আমলাতন্ত্র ও চিকিত্সা জগতের সঙ্গে জড়িত নন, এমন প্রশাসকদের কাছে মেডিক্যাল বিশেষজ্ঞদের দায়বদ্ধ করার ব্যবস্থা করা হয়েছে। এভাবে মেডিক্যাল বিশেষজ্ঞদের ডানা ছাঁটার ব্যবস্থা হয়েছে।
এদিন সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, যে সব সংশয়ের কথা বলা হচ্ছে তা দূর করার জন্য আইএমএ-র সঙ্গে আলোচনা চলছে। রাজ্যসভায় বিরোধী সদস্যরা দেশজুড়ে চিকিত্সকদের কর্মবিরতির প্রসঙ্গ তুললে নাড্ডা এ কথা বলেন নাড্ডা।
এনএমসি বিল গেল লোকসভার স্ট্যান্ডিং কমিটিতে, আউটডোরে কর্মবিরতি প্রত্যাহার আইএমএ-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jan 2018 05:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -