নয়াদিল্লি: বিশ্বব্যাঙ্কের পর এবার আইএমএফ-ও নোট বাতিলের জেরে চলতি আর্থিক বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার কমে যাওয়ার পূর্বাভাস দিল। আইএমএফ জানিয়েছে, নোট বাতিলের ‘প্রাথমিক নেতিবাচক ধাক্কা’য় ভারতের আর্থিক বৃদ্ধির হার আগের পূর্বাভাস ৭.৬ শতাংশ কমে হবে ৬.৬ শতাংশ।
আইএমএফের সাম্প্রতিক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে নোট বাতিলের জেরে নগদের সংকট ও লেনদেন ব্যাহত হওয়ায় সাময়িক নেতিবাচক প্রভাবে ভারতে আর্থিক বৃদ্ধির হার আগের পূর্বাভাসের তুলনায় ১ শতাংশ কম হবে বলে জানিয়েছে।
আইএমএফ জানিয়েছে, বিশ্বে বিকাশমান বাজার ও উন্নয়ণশীল অর্থনীতিগুলির বৃদ্ধির হার ২০১৭-১৮ আর্থিক বছরে বৃদ্ধি পাবে। আগামী অর্থবর্ষে বিশ্বে ৩.৪ থেকে ৩.৬ শতাংশ বৃদ্ধির হারের পূর্বাভাস দিয়েছে আইএমএফ।
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০১৬-তে ভারতের বৃদ্ধির হার হবে ৬.৬ শতাংশ। ২০১৭-র ক্ষেত্রে তা হতে পারে ৭.২ শতাংশ। এর আগে ২০১৭-তে ভারতের বৃ্দ্ধির হার ৭.৬ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল আইএমএফ। ২০১৮-তে বৃদ্ধির হার ফের গতি পাবে এবং তা পূর্বাভাস অনুযায়ী ৭.৭ শতাংশে পৌঁছতে পারবে বলে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে পূর্বাভাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিশ্বব্যাঙ্কও ভারতের বৃদ্ধির হার কমবে বলে জানিয়েছে। এর আগে বিশ্বব্যাঙ্কের ভারতের ৭.৬ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। কিন্তু নোট বাতিলের জেরে এই হার কমে ৭ শতাংশ হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাঙ্ক।
নোট বাতিলের জেরে ভারতের বৃদ্ধির হার কমে হতে পারে ৬.৬ শতাংশ, পূর্বাভাস আইএমএফের
ABP Ananda, web desk
Updated at:
16 Jan 2017 09:45 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -