নয়াদিল্লি: দিলওয়ালও কি দিল্লি যে ধীরে ধীরে 'হৃদয়হীন' হয়ে উঠছে, সাম্প্রতিক এক ঘটনা থেকে সেই প্রশ্নই উঠল?
রাজধানীর রাজপথে দুর্ঘটনায় পড়েন ৩৫ বছর বয়সি নরেন্দ্র কুমার। দুর্ঘটনার পর তিনি প্রায় ১২ ঘণ্টা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন। সেই সময় তাঁকে সাহায্য করা তো দূরের কথা, পথচলতি মানুষ তাঁর মোবাইল ফোন এবং পকেটে থাকা বারো টাকা নিয়ে চম্পট দেয়।
ভাগ্যক্রমে তিনি এ যাত্রায় বেঁচে গেলেও, তাঁর গলা, পা, মেরুদণ্ডে মারাত্মক চোট রয়েছে। আপাতত সফদরজঙ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
কুমার পেশায় গাড়ির চালক। উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা তিনি। মঙ্গলবার রাতে জয়পুর থেকে তিনি বাড়ি ফিরছিলেন। কাশ্মীরি গেট বাস টার্মিনালের কাছে রাস্তা পার হচ্ছিলেন তিনি। সেইসময় একটি দুরন্ত গতিতে ছুটে আসা গাড়ি তাঁকে ধাক্কা মারে। গাড়ির গতির তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে দূরের ফুটপাতে তিনি ছিটকে পড়েন। সেই সময় পথচলতি মানুষের থেকে তিনি সাহায্য চাইলেও, কেউ সাহায্যের জন্যে এগিয়ে আসেননি। উল্টে সেইসময়ই এক ব্যক্তি এসে তাঁর মোবাইল ফোন ও বারো টাকা চুরি করে নিয়ে চলে যায়।
দিল্লির রাস্তায় ১২ ঘণ্টা পড়ে রইল রক্তাক্ত ব্যক্তি, চুরি মোবাইল ও বারো টাকা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Aug 2017 01:42 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -