নয়াদিল্লি: বিজেপির ৪ বছরের শাসনে সরকারের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে দলীয় সাংসদদের খোলা চিঠি লিখলেন বর্ষীয়াণ নেতা যশবন্ত সিনহা। প্রাক্তন এই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেছেন, ভরসা হারিয়েছেন তাঁর নীতি থেকেও।
উন্নাও ও কাঠুয়া ধর্ষণের কথা তুলে তাঁর অভিযোগ, দেশের মেয়েরা এখন যেমন অসুরক্ষিত, তেমনটা আর কখনও ছিলেন না। ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলেও সরকার এমন ভাব করছে, যেন তাদের কাছে তারা ক্ষমাপ্রার্থী। দলেরই কয়েকজন সদস্যের নাম জড়িয়েছে জঘন্য সব অপরাধে। যে সব প্রতিশ্রুতি দিয়ে ২০১৪-য় বিজেপি ক্ষমতায় এসেছিল, সেগুলো তারা পূরণ করতে পারেনি। সরকার বারবার দাবি করে এসেছে, আমরা বিশ্বের সবথেকে দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতি কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে উল্টো কথা।
যশবন্তের আরও অভিযোগ, ব্যাঙ্কে অনুৎপাদক সম্পদের পরিমাণ বাড়ছে, কৃষকরা প্রচণ্ড সমস্যায় রয়েছেন, বেকারি বেড়েছে, লোকসানে চলছেন ছোট ব্যবসায়ীরা। নীরব মোদী ও বিজয় মাল্যর মত অপরাধীরা অনায়াসে চম্পট দিচ্ছেন দেশ ছেড়ে, সরকার শুধু অসহায়ভাবে দেখছে।
তাঁর বক্তব্য, এই সরকারের আমলে সংখ্যালঘুরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সবথেকে খারাপ অবস্থা তফশিলি জাতি ও আদিবাসীদের। কেন্দ্রের কোনও সুস্পষ্ট বিদেশনীতি নেই, তা শুধু প্রধানমন্ত্রীর ঘন ঘন বিদেশ সফর আর বিদেশি অভ্যাগতদের জড়িয়ে ধরার মধ্যে সীমাবদ্ধ। চিন আমাদের সমস্ত অধিকার খর্ব করতে চাইছে কিন্তু কিচ্ছু করতে পারছে না কেন্দ্র।
অন্য দুই বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আডবাণী ও মুরলীমনোহর জোশীর প্রতি তাঁর অনুরোধ, জাতীয় স্বার্থে মাথা উঁচু করে দাঁড়ান তাঁরা, দেখুন, অপরিসীম আত্মত্যাগের মাধ্যমে তাঁরা দলে যে সব মূল্যবোধ প্রোথিত করেছেন, তা যেন সুরক্ষিত থাকে। সাধারণ মানুষের প্রতিও তাঁর আবেদন, সাহস সঞ্চয় করুন, মুখ খুলুন দেশ ও গণতন্ত্রের স্বার্থে।
‘ভোটারদের দলের ওপর থেকে বিশ্বাস চলে গিয়েছে’: বিজেপি সাংসদদের চিঠি লিখলেন প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহা
ABP Ananda, Web Desk
Updated at:
17 Apr 2018 02:15 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -