নয়াদিল্লি: বচসা স্রেফ এক গ্লাস ফলের রস নিয়ে। আর এ কারণেই খুন হয়ে গেলেন ১ ব্যক্তি। মৃতের নাম গোবিন্দ। তিনি অসামরিক নিরাপত্তা কর্মী ছিলেন।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে, উত্তর পশ্চিম দিল্লির আদর্শ নগর এলাকায়। সন্তোষ বলে এক ফলের রস বিক্রেতার দোকানে আসে সতীশ ও সন্দীপ নামে ২ জন। বিনা পয়সায় ফলের রস খেতে চায় তারা। সন্তোষ রাজি না হলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, তা গড়ায় হাতাহাতিতে। সন্ধেবেলায় আবার ফিরে আসে ওই দুষ্কৃতীরা। এবার সন্তোষকে শিক্ষা দিতে তারা ডেকে নেয় সাগর নামে তাদের আর এক সঙ্গীকে।
এবার সন্তোষও একা ছিলেন না, তাঁর ২ বন্ধু মহেশ ও সুমিত ছিলেন তাঁর সঙ্গে। পরিস্থিতি ডেকে তাঁরা ফোন করেন গোবিন্দ নামে আর এক বন্ধুকে। গোবিন্দ এসে পড়লে ২ পক্ষের হাতাহাতি বেধে যায়। সে সময় অভিযুক্তরা ছুরি মারে মহেশ ও গোবিন্দকে।
বড়া হিন্দু রাও হাসপাতালে গোবিন্দের মৃত্যু হয়, তাঁর হৃদযন্ত্র একের পর এক ছুরিকাঘাতে ফুটো হয়ে গিয়েছিল। মহেশের চিকিৎসা চলছে। ৩ অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।
ফলের রস নিয়ে অশান্তি, দিল্লিতে ছুরিকাঘাতে খুন ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Nov 2017 08:39 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -