ভোপাল: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আদিবাসী মহিলাদের তুষ্ট করার লক্ষ্যে তাঁদের মধ্যে ১০.৫০ লক্ষ শাড়ি বিলি করার পরিকল্পনা করছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। এখনও পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, শাড়ি বিলির পরিকল্পনা তৈরি রাজ্য সরকারের। যে মহিলাদের শাড়ি দেওয়া হবে, তাঁরা মূলত তেন্ডু পাতা সংগ্রহের কাজ করেন।

এর আগেও আদিবাসীদের তুষ্ট করার উদ্যোগ নিয়েছেন শিবরাজ। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, মধ্য প্রদেশের নাগরিকদের ৩৮ শতাংশ আদিবাসী। তাঁদের একটা বড় অংশই তেন্ডু পাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। তাঁদের জুতো ও জলের বোতল দিয়েছিলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী। এবার তিনি আদিবাসী মহিলাদের শাড়ি দিতে চলেছেন।

মধ্য প্রদেশের ওবিসি-রা সাধারণত বিজেপি-কে ভোট দেন। এবার তাঁদের নিজেদের দিকে টানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস। এরই পাল্টা হিসেবে কংগ্রেসের ভোটব্যাঙ্ক আদিবাসী সম্প্রদায়কে নিজেদের দিকে টানার উদ্যোগ নিল বিজেপি।

সম্প্রতি মধ্য প্রদেশ লঘু উদ্যোগ নিগম স্থানীয় সংবাদপত্রগুলিতে বিজ্ঞাপন দিয়ে শাড়ির জন্য দরপত্র চেয়েছে। ২২ ফেব্রুয়ারির মধ্যে দরপত্র জমা দিতে হবে বলে জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেছেন, রাজ্য ক্ষুদ্র বনজ সম্পদ উৎপাদন কর্পোরেশন শাড়ির টাকা দেবে। মার্চে আদিবাসী মহিলাদের সিন্থেটিক শাড়ি দেওয়া হবে। এছাড়া এবারও তাঁদের জলের বোতল ও জুতো দেওয়া হবে।

মধ্য প্রদেশের বিজেপি মুখপাত্র দীপক বিজয়বর্গীয় বলেছেন, ‘তেন্ডু পাতা সংগ্রহকারীদের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে তাঁদের জীবনযাত্রা সহজ করার চেষ্টা করছে মধ্য প্রদেশ লঘু বনোপজ সঙ্ঘ। এবার সঙ্ঘ শাড়ি বিতরণ করবে।’

মধ্য প্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা অজয় সিংহ অবশ্য শাড়ি বিলি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ‘মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে জুতো দেওয়া যথেষ্ট ছিল না। তাই এবার সরকার শাড়ি বিলি করার সিদ্ধান্ত নিয়েছে। তবে তাতে কোনও লাভ হবে না। গত ১৪ বছর ধরে রাজ্য সরকার তেন্ডু পাতা সংগ্রহকারীদের বোনাস দেয়নি।’