নয়াদিল্লি:  ভারতের স্বাধীনতার ৭০ বছর পর আগ্রায় তাজমহলের কাছাকাছি একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর উত্তরপ্রদেশবাসীকে উপহার দিতে চলেছে সেখানকার রাজ্য সরকার। প্রসঙ্গত, এখন বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এই দ্রষ্টব্য বস্তুটি দেখতে দেশি-বিদেশী পর্যটকদের প্রথমে দিল্লি বিমানবন্দরে নামতে হয়। পরে সেখান থেকে রেলপথ বা সড়ক পথে ২০০ কিমি যেতে হয় পর্যটকদের। সেই সমস্যা থেকে পর্যটকদের মুক্তি দিতেই এই উদ্যোগ রাজ্য সরকারের। প্রতিরক্ষা মন্ত্রক, আগ্রায় যাদের নিয়ন্ত্রণে একটি বিমানবন্দর রয়েছে, তারা সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে  ওই বিমানবন্দরকেই আন্তর্জাতিকমানে উন্নত করার।

এদিকে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরপ্রদেশ সরকারের ঘোষণা, এই বিমানবন্দর তৈরির জন্যে ১৫০ একর জমি সরকার দেবে। এছাড়াও সম্প্রসারণের জন্যে প্রয়োজনীয় বিলেও সরকার  অনুমোদন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে।

সূত্রের খবর, রানওয়ে তৈরির জন্যেই শুধু ১০০ কোটি টাকা খরচ হবে। এয়ারফোর্সের তত্ত্বাবোধানেই তৈরি হবে এই আন্তর্জাতিকমানের বিমানবন্দর।

আগামী বছরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। নির্বাচনকে পাখির চোখ করেই এই প্রকল্পটিকে শীঘ্রই বাস্তবায়িত করার ব্যাপারে বিশেষভাবে আগ্রহী অখিলেশ সরকার। কারণ, উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি একটি বিমানবন্দর ও আদালত।

আগ্রা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জমি অধিগ্রহণের ক্ষেত্রে কোনও সমস্যায় পড়তে হবে না অখিলেশ সরকারকে। কারণ, এরমধ্যেই সাড়ে তিনশো জমির মালিকের সঙ্গে কথা বলে রেখেছে সরকার। আগামী একমাসের মধ্যেই সমস্ত জমি আশা করা যায় সরকারের অধীনে চলে আসবে।  ২০১৭ সালের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য উত্তরপ্রদেশ সরকারের।

এই বিমানবন্দর তৈরি হলে আগ্রার পর্যটন ব্যবসা কয়েক গুন বেড়ে যাবে। কারণ গড় বলছে প্রতিবছর প্রায় ৬৫ লক্ষ ভারতীয় এবং ৭ লক্ষ বিদেশী আগ্রায় আসে বিভিন্ন ঐতিহাসিক স্থান দর্শন করতে।