মিশ্রর দাবি, কেজরীবালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় তাঁকে বিধানসভা থেকে সরানো সবধরনের চেষ্টা চলছে। তিনি কেজরীবালকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, তাঁর বিধানসভা কেন্দ্র করওয়াল নগর থেকে লড়ে দেখাক কেজরী, অথবা তাঁর নিজের কেন্দ্র নয়াদিল্লি আসন থেকেও। কেজরীবাল যদি দাবি করেন যে মানুষ এখনও তাঁকে বিশ্বাস করেন এবং সঙ্গে আছেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে পদত্যাগ করবেন।
আজ ভারাক্রান্ত হৃদয় এই এফআইআর দায়ের করতে চলেছেন, নিজের টুইটে সেকথাও লিখেছেন মিশ্র। তারপর চিঠিতে তিনি লিখেছেন, আজই তাঁর সিবিআইয়ের কাছে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে সমস্ত কথাই জানাবেন। তাঁর দাবি গতকাল থেকে এখনও পর্যন্ত তিনি সরকার এবং আপ-এর বিরুদ্ধে মোট ২১১টি অভিযোগ পত্র পেয়েছেন। গত দু বছরে পর্দার আড়ালে যা হয়েছে তা সত্যিই বেদনাদায়ক। আজ তিনি সব কথা বলবেন। মিশ্রর অভিযোগ, কেজরীবাল এবং পার্টির আরও কিছু সদস্য মিলে কার্যত মানুষের বিশ্বাস ভেঙেছেন। তাই দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে তিনি তাঁর একসময়ের ‘গুরু’ কেজরীবালের আশীর্বাদ চেয়ে নিয়েছেন। তারপর তিনি বলেন, এই লড়াইয়ে কেজরাবীলের পাশে সমস্ত আপ নেতা-মন্ত্রীরাই রয়েছেন। কিন্তু তিনি একা, তবে সেটা কোনও ভাবেই তাঁর লড়াইয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে না।
এদিকে আজই দিল্লি বিধানসভায় এক বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে আপ সরকার। মনে করা হচ্ছে আজ সেখানে পরিস্থিতি উত্তপ্ত থাকবে।
এই সংক্রান্ত আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে
আপ থেকে সাসপেন্ড, সাহস থাকলে তাড়ান, কেজরীবালকে চ্যালেঞ্জ কপিলের