মুজফফরনগর: হিন্দুস্তান হিন্দুদের। ফের বিতর্কিত মন্তব্য উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক বিক্রম সাইনির। দেশ শাসন করা আগের সরকারগুলি শুধু মুসলিমদেরই যাবতীয় সুযোগসুবিধা দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
২০১৩-র ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতবিক্ষত মুজফফরনগরে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি কট্টর হিন্দুত্বে বিশ্বাসী। আমাদের দেশকে হিন্দুস্তান বলা হয়, যার অর্থ, এটা হিন্দুদের দেশ। আজ সকলে সমান সুযোগসুবিধা পাচ্ছেন, কোনও বৈষম্য হচ্ছে না। নাম না করে কংগ্রেসকে নিশানা করেন তিনি। বিজেপির বরাবরের দাবি, কংগ্রেস মুসলিম তোষণ করে। সেই ইঙ্গিত করে খাটাউলির এই বিধায়ক কটাক্ষ করেন, যত লম্বা দাড়ি, চেকের অঙ্ক তত বড়--আগে এটাই ছিল রীতি। কিছু দূরদৃষ্টির অভাব থাকা নেতা ওদের পৃষ্ঠপোষকতা করেছে, যেজন্য আজ আমাদের সমস্যা হচ্ছে। ওরা চলে গেলে এই দেশ পুরোটাই আমাদের হোত। পর্যবেক্ষদের মতে, রাজ্যের পূর্বতন শাসক দল সমাজবাদী পার্টিই তাঁর আক্রমণের নিশানা।
২০১৩-র মুজফফরনগর হিংসার পর জাতীয় নিরাপত্তা আইনে আটক করা হয়েছিল সাইনিকে।
আগেও তিনি নানা মন্তব্যে বিতর্ক বাঁধিয়েছেন। গত বছর মার্চে উত্তরপ্রদেশে কসাইখানা বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিয়ে বিতর্কের মধ্যেই সাইনি 'গোহত্যাকারীদের হাত-পা ভেঙে দেওয়ার' হুমকি দিয়েছিলেন। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, যাদের বন্দেমাতরম বলতে সংকোচ হয়, ভারত মাতা কী জয় বলতে কষ্ট হয়, গরুকে মা না ভেবে যারা মেরে ফেলে, তাদের হাত-পা ভেঙে দেওয়ার শপথ নিয়েছি।
'হিন্দুস্তান হিন্দুদের', ফের বিতর্কিত মন্তব্য উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের, 'মুসলিম তোষণে' তোপ কংগ্রেসকে
Web Desk, ABP Ananda
Updated at:
02 Jan 2018 03:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -